বঙ্গবার্তা ব্যুরো,
অভিনেত্রীদের জন্মদিন পালন হয়। ঘটা করে উদযাপনের খবর অনুরাগীদের সঙ্গে ভাগ করে নেন তাঁরা। সোস্যাল মিডিয়ায় অনুরাগীরা শুভেচ্ছায় ভরিয়ে দেন তাঁদের প্রিয় তারকাদের। সোস্যাল মিডিয়ার যুগে কোনও কিছুই গোপন থাকে না। শুধু একটা বিষয় ছাড়া- বয়স। অভিনেত্রীদের জন্মদিনে সব কিছুই জানা যায় শুধু ওই বয়সটুকু ছাড়া।
১১ ফেব্রুয়ারি বাংলার জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তীর জন্মদিন। তার উদযাপনও হয়েছে। উপস্থিত ছিলেন বাংলা বিনোদন জগতে মিমির কাছের বন্ধু- বান্ধবীরা।
নিজের জন্মদিনে মিমি আরও একটি কুকুর ছানা দত্তক নিয়েছেন। সে কথা অনুরাগীদের সঙ্গে শেয়ারও করেছেন। এই নিয়ে পাঁচটি কুকুর দত্তক নিয়েছেন মিমি । কুকুরের প্রতি তাঁর অগাধ ভালোবাসা। তাদের যত্নের কোনো ত্রুটি রখেন না।এই নিয়ে তাঁর কুকুরের সংখ্যা হল পাঁচ। কুকুর দত্তক নিয়ে দুটি গাছও উপহার পেয়েছেন মিমি।
এদিকে তিনি যখন নতুন কুকুর দত্তক নিতে গিয়েছিলেন সেই অবসরে তাঁর কাছের বন্ধুরা ঘর সাজিয়ে ফেলেন।নানা রঙের বেলুন,ফেস্টুন দিয়ে তাঁরা ঘর সাজিয়ে তোলেন। সেই সঙ্গে মিমির জন্য আনা হয়েছিল জোড়া কেক। রেড ভেলভেট এবং হোয়াইট ফরেস্ট।
জন্মদিনে কোন সেলিব্রিটি সন্তান দত্তক নিলেন
![](https://bangobarta.com/wp-content/uploads/2025/02/fdhfsd.jpg)