বঙ্গবার্তা ব্যুরো,
ছবি- সোশ্যাল মিডিয়া
হলিউড হারাল জনপ্রিয় অভিনেতা টম ট্রুপ কে। অ্যাকশন সিরিজ ‘মিশন ইম্পসিবল’ এর অভিনেতা ৯৭ বছর বয়সে বিদায় নিলেন পৃথিবী থেকে। ১৫ ই জুলাই মার্কিন যুক্তরাষ্ট্রের বেভারলি হিলসে নিজের বাড়িতে মৃত্যু হয় এই বর্ষীয়ান শিল্পীর।
টমের ব্যাক্তিগত প্রতিনিধি হারলান বোল তার মৃত্যুর বিষয়টি গণমাধ্যমকে জানান।
টম ট্রুপ ছিলেন ছ দশকেরও বেশি সময় ধরে সক্রিয় ভাবে অভিনয়ের সঙ্গে যুক্ত ছিলেন। শুধু মিশন ইম্পসিবল নয়, স্টার ট্রেক, ফ্রেসিয়ার, চিয়ার্স এবং দ্য ওয়াইল্ড ওয়াইল্ড ওয়েস্ট এর মতো বহু জনপ্রিয় প্রোডাকশনে তার অভিনয় আজও দর্শক মনে গেঁথে রয়েছে।
১৯২৮ সালের ১৫ ই জুলাই মার্কিন যুক্তরাষ্ট্রের মিসৌরির কানসাস সিটিতে ট্রুপের জন্ম। অভিনয় শুরু করেন স্থানীয় থিয়েটার দিয়ে। ১৯৪০ এর দশকে চলে যান নিউইয়র্ক সিটিতে এবং খ্যাতনামা হার্বার্ট বার্গোফ স্টুডিওতে উটা হ্যাগেনের তত্ত্বাবধানে অভিনয় শিক্ষালাভকরেন।
১৯৫৭ সালে ব্রডওয়েতে দ্য ডায়েরি অফ অ্যান ফ্র্যাঙ্ক দিয়ে তার মঞ্চ অভিষেক ঘটে। পরের বছরই তিনি পাড়ি জমান লস অ্যাঞ্জেলেসে, যেখানে শুরু হয় তার হলিউড যাত্রা। এরপর থেকে টেলিভিশন, সিনেমা ও থিয়েটারে সমান দক্ষতায় কাজ করেছেন।
দীর্ঘ ৬০ বছরের অভিনয় জীবনে টম, সিএইচআইপিএস, ক্যাগনি অ্যান্ড লেসি, ইআর, নটস ল্যান্ডিং, মার্ডার, শি রাইট এর মতো বিখ্যাত টিভি সিরিজে তার অভিনয় দাগ কেটেছে দর্শক মনে। তার সাবলীল অভিনয় ও অনবদ্য উপস্থিতি সব সময়ই প্রশংসিত হয়েছে।
টম ট্রুপের ব্যক্তিগত জীবনে বড় অংশজুড়ে ছিলেন তার স্ত্রী অভিনেত্রী ক্যারোল কুক। তারা একসঙ্গে বহু মঞ্চ ও পর্দায় অভিনয় করেছেন। যার মধ্যে রয়েছে দ্য লায়ন ইন উইন্টার, ফাদার্স ডে এবং দ্য জিন গেম। ২০২৩ সালে ক্যারোল কুক মারা যান।
টম ট্রুপ ছিলেন এমন এক শিল্পী, যিনি তার প্রজন্মকে ছাপিয়ে পরবর্তী প্রজন্মের কাছেও থেকে গেলেন অনন্য চরিত্রাভিনেতা হয়ে। তার মৃত্যুতে হলিউডে নেমে এসেছে শোকের ছায়া।