রাজ্যপালের পর এবার রাষ্ট্রপতিকেও বিল পাশের সময় সীমা মানার নির্দেশ শীর্ষ আদালতের

President bill approval time limit Supreme Court

Upload By K. Halder at 12th March 2025, 04:29 PM

বঙ্গবার্তা ব্যুরো,
রাষ্ট্রপতিকেও সময়সীমার মধ্যে মতামত জানাতে হবে। তিন মাসের মধ্যে তাঁকে বিল নিয়ে নিজের সিদ্ধান্ত জানাতে হবে। সুপ্রিম কোর্ট এ কথা জানিয়েছে। তামিলনাড়ুর রাজ্যপালের বিরুদ্ধে রাজ্য সরকারের করা মামলা প্রসঙ্গেই সুপ্রিম কোর্টের এই নির্দেশ সামনে এসেছে।


দেশের বিচার ব্যবস্থায় এক বড় নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। এই ধরণের নির্দেশ এই প্রথম বলেই মত ওয়াকিবহাল মহলের মত। মূলত, তামিলনাড়ূ সরকারের একটি মামলাকে কেন্দ্র করে এই চাপান উতর সামনে এসেছে। তামিলনাড়ু সরকার রাজ্যের রাজ্যপাল এন রবির বিরুদ্ধে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়। তাদের অভিযোগ রাজ্যপাল দীর্ঘদিন ধরে ইচ্ছে করে বিল আটকে রেখেছেন। তার ফলে রাজ্যের কাজকর্মে সমস্যা হচ্ছে।


সেই মামলার পূর্ণাঙ্গ রায় শুক্রবার প্রকাশ করা হয়েছে। সে রায়ে শুধু রাজ্যপালই নন, রাষ্ট্রপতিকেও বিল নিয়ে সম্মতি বা অসম্মতি জানানোর নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। বলা হয়েছে সর্বোচ্চ তিন মাসের মধ্যে রাষ্ট্রপতিকে বিল নিয়ে মতামত জানাতে হবে। বিচারপতি জেবি পাদরিওয়ালা এবং বিচারপতি আর মহাদেবনের বেঞ্চ এই নির্দেশ দিয়েছে।

তাদের রায়ে বলা হয়েছে, রাষ্ট্রপতি সংবিধানের ২০১ অনুচ্ছেদের আওতায় যে দায়িত্ব পালন করেন তা জুডিশিয়াল রিভিউ এর মধ্যে পড়ে। তাই তাকেও সময়ের মধ্যে বিল পাশ করতে হবে।

19:53