পদপৃষ্টের ঘটনায় চাপ বৃদ্ধি আরসিবির, দায়ী করা হল কোহলিকে

বঙ্গবার্তা ব্যুরো, সন্দীপ সুর

বেঙ্গালুরুর পদপৃষ্টের ঘটনয়া বিপাকে আরসিবি। হাইকোর্টে পদপিষ্টের ঘটনার রিপোর্ট জমা দিয়েছে কর্নাটক সরকার। প্রাথমিকভাবে সিদ্দারামাইয়ার সরকারের দাবি ছিল, ওই রিপোর্ট প্রকাশ্যে আনা যাবে না। কিন্তু হাইকোর্ট জানায়, এই তদন্তের রিপোর্ট গোপন রাখার কোনও কারণ বা আইনি বাধা নেই। হাইকোর্ট সেই রিপোর্ট জনসমক্ষে এনেছে। কর্নাটক সরকার পুরো ঘটনায় পুলিশ প্রশাসনের ব্যর্থতার অভিযোগ নস্যাত করে দিয়েছে।

রিপোর্টে বলা হয়েছে, কোহলির ভিডিও-র কথাও, যেখানে তিনি সমর্থকদের সেলিব্রেশনে শামিল হওয়ার আহ্বান জানিয়েছিলেন। পাশাপাশি, প্রতিযোগিতার আয়োজক ডিএনএ এন্টারটেনমেন্ট, কর্নাটক রাজ্য ক্রিকেট সংস্থা এবং আরসিবি-র মধ্যে যোগাযোগের অভাবকে দায়ী করা হয়েছে।

রিপোর্টে দাবি করা হয়েছে, ‘সমস্ত ঘটনার সম্পূর্ণ দায় আরসিবি ম্যানেজমেন্টেরই। এখানে পুলিস-প্রশাসনের কোনও ভূমিকা নেই। সেলিব্রশনের এত বড় আয়োজন-অনুষ্ঠান। যা আগে থেকে পুলিসকে অবগত করা হয়নি। কোনওরকম পুলিস-প্রশাসনের অনুমতি নেওয়া হয়নি।

আরসিবির ওই সব পোস্টে দেখা যাচ্ছে, ৪৪ লক্ষ ভিউ হয়েছিল। রিপোর্ট অনুযায়ী, পুলিশ চেয়েছিল ৯ জুন অনুষ্ঠান হোক, যাতে প্রস্তুতির সময় বেশি পাওয়া যায়। কিন্তু আইপিএল পিছিয়ে যাওয়ায় বিদেশি ক্রিকেটারদের দ্রুত দেশে ফেরাতে হবে বলে আরসিবি ২ জুনই অনুষ্ঠান করতে বাধ্য হয়। পুলিশের আপত্তি সত্ত্বেও স্টেডিয়ামের অনুষ্ঠানের অনুমতি দেওয়া হয়, তবে রোড শো বাতিল করা হয়।

কর্ণাটক বিধানসভার উপবিরোধী দলনেতা অরবিন্দ বেল্লাডের বক্তব্য, “আরসিবির জয়ের কৃতিত্ব নিতে চেয়েছিল সরকার। এখন বিপাকে পড়ে বিরাট কোহলিকে দায়ী করছে। রাজ্য সরকারের বিরুদ্ধেও তোপ দেগেছেন তিনি।

02:59