প্রাথমিক শিক্ষক নিয়োগ মামলার শুনানি পিছল, ৭ ই মে হাইকোর্টে

Primary Teacher Recruitment Case Hearing Postponed to May 7 in Calcutta High Court

বঙ্গবার্তা ব্যুরো,
আবেদন অনেক। আইনজীবীর সংখ্যাও প্রায় পঞ্চাশ। প্রাথমিকে ৩২ হাজার চাকরি বাতিল মামলায় এই অবস্থা। সোমবার বিচারপতি তপোব্রত চক্রবর্তীর বেঞ্চে মামলাটি উঠলে বিচারপতিরা বলেন এতজনের বক্তব্য শোনার সময় নেই। আপনাদের মধ্যে যাদের বিষয় এক, বক্তব্যও এক তারা একজন সিনিয়র আইনজীবীর মাধ্যমে সওয়াল করুন। ৭ ই মে, মামলার শুনানি শুরু হবে।


এর আগে প্রাক্তন বিচারপতি অভিজিত গঙ্গোপাধ্যায় প্রাথমিকে ৩২ হাজার চাকরি বাতিল করে দিয়েছিলেন। সেই রায়ের বিরুদ্ধে রাজ্য সরকার হাইকোর্টের ডিভিশন বেঞ্চে আবেদন করে। সেই মামলা থেকে ব্যক্তিগত কারণ দেখিয়ে সরে যান বিচারপতি সৌমেন সেন।


এরপরে সেই মামলা আসে বিচারপতি তপোবত্র চক্রবর্তীর বেঞ্চে। এদিন আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, সুপ্রিম কোর্ট চাকরি বাতিলদের বক্তব্য শুনতে বলেছে। আপনি বলার সুযোগ দিন। এরপরেই বিচারপতিরা জানান, সবার কথা নয়, কোন একজন বর্ষীয়ান আইনজিবির সওয়াল শুনবেন তিনি। এর পরই আগামী ৭ ই মে এই মামলার শুনানির দিন ধার্য্য হয়েছে।

01:43