বঙ্গবার্তা ব্যুরো,
বুধবার দিল্লিতে হাইভোল্টেজ নির্বাচন।আর এই দিনেই প্রয়াগরাজের ত্রিবেণী সঙ্গমে পবিত্র স্নান করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মহাকুম্ভে উপস্থিত হয়ে তিনি সাধুসন্তদের সঙ্গেও মতবিনিময় করবেন। অনেক আগেই এই দিনক্ষণ ঠিক হয়ে গেলেও প্রয়াগরাজের পদপিষ্টের ঘটনার পর প্রধানমন্ত্রীর মহাকুম্ভ স্নান নিয়ে জল্পনা তৈরি হয়েছিল।তবে মঙ্গলবার সেই জল্পনার অবসান ঘটিয়ে মোদীর প্রয়াগরাজের সূচি জানানো হয়েছে।দিল্লির ভোটের দিনেই মোদীর এই পুণ্য স্নান ভোট বাক্সে বাড়তি ডিভিডেন্ড দেবে এমন অভিযোগ তুলে সরব হয়েছেন বিরোধীরা। গোটাটাই ‘ভোটের রাজনীতি’ বলে কটাক্ষ করা হয়েছে।
বিরোধীরা নানা অভিযোগ তুললেও ভীর ও নিরাপত্তার কারনেই কোনও বড় তিথি না বেছে একটা সাধারণ দিনকেই প্রধানমন্ত্রীর স্নানের দিন হিসেবে বাছা হয়েছে বলে প্রচারে জানানো হয়েছে।তবে ৫ ফেব্রুয়ারি হিন্দুধর্মে মাঘ অষ্টমী ও ভীষ্ম অষ্টমী পালন করা হয়।মাঘ অষ্টমী হলো হিন্দু ক্যালেন্ডারের অষ্টমী তিথি, যেখানে ত্রিবেণী সঙ্গমে পুণ্যস্নান, দান ও ধ্যান করা হয়।যদিও বিরোধীদের দাবি, এ সবই হিন্দুত্বের বার্তা দিয়ে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা।
প্রধানমন্ত্রীর নির্ধারিত সময়সূচি অনুযায়ী, বুধবার সকাল ১০:০৫ নাগাদ তিনি প্রয়াগরাজ বিমানবন্দরে পৌঁছাবেন। সেখান থেকে ১০:১০ নাগাদ ডিপিএস হেলিপ্যাডে রওনা দেবেন এবং ১০:৪৫ নাগাদ পৌঁছাবেন অরিয়াল ঘাটে। এরপর ১০:৫০ নাগাদ তিনি নৌকাযোগে সঙ্গম ঘাটে পৌঁছাবেন। সকাল ১১:০০ থেকে ১১:৩০ পর্যন্ত তার ত্রিবেণী সঙ্গমে পবিত্র স্নান করার কথা রয়েছে। ১১:৪৫ নাগাদ তিনি আবার নৌকায় অরিয়াল ঘাটে ফিরে এসে ডিপিএস হেলিপ্যাডের উদ্দেশ্যে যাত্রা করবেন এবং দুপুর ১২:৩০ নাগাদ প্রয়াগরাজ বিমানবন্দর থেকে ফেরার কথা রয়েছে।