Published By Subrata Halder on 4th April 2025 at 04:12pm
বঙ্গবার্তা ব্যুরো,
থাইল্যান্ডের ব্যাঙ্ককে বিমসটেক শীর্ষ সম্মেলনের ফাঁকে বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বাংলাদেশের অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। বাংলাদেশে ক্ষমতার পালাবদল এবং আনুষ্ঠানিক ভাবে অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ার পর এই প্রথম মোদীর সঙ্গে বৈঠক হল ইউনূসের।
গত বছর আগস্টে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতন ও তার পরবর্তী নানা ঘটনার জেরে শীতলতার ছোঁয়া লেগেছে দিল্লি ও ঢাকার মধ্যে সম্পর্কে।পাশাপাশি পাকিস্তান ও চিনের সঙ্গে বাংলাদেশের বেড়ে চলা ঘনিষ্ঠতা প্রতিবেশী দেশ হিসেবে ভারতের জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করেছে। কদিন আগেই ভারতের সাত রাজ্য নিয়ে বিতর্কিত মন্তব্য করেছেন মুহাম্মদ ইউনূস। চিন সফরে গিয়ে তিনি বলেন ভারতের পূর্বাঞ্চলের সাতটি রাজ্য ভারতের স্থলবেষ্টিত অঞ্চল, যাদের সমুদ্রে প্রবেশের কোনো পথ নেই। বাংলাদেশই এই অঞ্চলের জন্য ‘সমুদ্রের রক্ষক’ যা চিনের অর্থনীতির জন্য বিশাল সম্ভাবনা তৈরি করতে পারে।
মুহাম্মদ ইউনূসের এই মন্তব্য নিয়ে ভারতে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়। এবার তার ওই মন্তব্যের কড়া জবাব দেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শংকর। তিনি জানিয়েছেন ভূ-কৌশলগত বাস্তবতা মাথায় রেখে বলা যায় যে এটি ‘চেরি-পিকিং’য়ের মত সুবিধেজনক ব্যাখার বিষয়ের শিকার হতে পারে না। যদিও এই টানাপোড়েনের মধ্যেই বৃহস্পতিবার বিমসটেক শীর্ষ সম্মেলনের আনুষ্ঠানিক নৈশভোজে একে অপরের সঙ্গে সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তারপর শীর্ষ সম্মেলনের ফাঁকে দুই নেতার মধ্যে এই প্রথম দ্বিপাক্ষিক বৈঠক গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে বলেই মনে করছে কূটনৈতিক মহল।
