বঙ্গবার্তা ব্যুরো,
কুম্ভ সমালোচকদের বিরুদ্ধে মুখ খুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন দাসত্বের মানসিকতা থেকেই মহাকুম্ভের মতো পুণ্য ভূমির সমালোচনা করা হয়। এর আগে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীও বিরোধীদের সব অভিযোগ উড়িয়ে দিয়েছিলেন। এবার প্রধানমন্ত্রীও সেই পথে কুম্ভ নিয়ে অভিযোগের জবাব দিলেন। প্রধানমন্ত্রী মধ্যপ্রদেশে এক মেডিকেল কলেজের ভিত্তি প্রস্তর স্থাপন করতে গিয়ে এই নিয়ে মুখ খোলেন। তিনি বলেন দেশে এমন কিছু মানুষ এবং রাজনীতিবিদ আছেন যাঁরা হিদু ধর্ম, তাঁদের বিশ্বাসের ওপর আঘাত করেন। মোদী আরও বলেন অনেক সময় বিদেশি শক্তিও এর সঙ্গে জুড়ে যায়। তারা হিন্দুদের হাজার হাজার বছরের বিশ্বাস, তাদের ধর্মকে আঘাত করতে চায়।রাহুল গান্ধীর নাম না করে তিনি বলেন এঁরা হিন্দু ধর্মকে কলঙ্কিত করতে চায়। দেশের সমাজকে ভাঙতে চায়, ঐক্য নষ্ট করতে চায়। কুম্ভ নিয়ে বিরোধীদের এক হাত নিলেও কুম্ভে একাধিক আগুন লাগার ঘটনা বা পদপিষ্টে মারা যাওয়ার বিষয়ে তিনি কিছু বলেন নি। বরঞ্চ তিনি এই মেলার আয়োজনের প্রশংসা করেছেন। তিনি বলেন উত্তরপ্রদেশের পুলিশ দেশের কোটি কোটি মানুষের মন জয় করে নিয়েছেন।