দেশের অন্নদাতাদের জন্য গর্বিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

বঙ্গবার্তা ব্যুরো,

বিহার থেকে দেশের প্রায় দশ কোটি কৃষকদের জন্য ২২ হাজার কোটি টাকার পি এম কিষান সম্মান নিধির ১৯ তম কিস্তি দিয়ে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন তাঁর সঙ্গে ছিলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। এর আগে নিজের এক্স হ্যান্ডেলে মোদী লেখেন, দেশের কৃষকদের জন্য আমরা গর্বিত। তাদের উন্নতির জন্য আমরা কাজ করে যাব।

এদিন দেশের ৯ কোটি ৮০ লাখ কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি টাকা ট্রান্সফার করা হয়। এ ছাড়াও প্রধানমন্ত্রী বিহারের একাধিক উন্নয়ন মূলক প্রকল্পেরও উদ্বোধন করেন। বছর শেষের দিকে বিহারে বিধানসভা নির্বাচন। তার আগেই নীতীশ কুমারকে নিয়ে সরগরম সংবাদ মাধ্যম। তিনি কী করেন সে দিকেই তাকিয়ে সারা দেশ। নীতীশ কুমারের অঙ্গুলি হেলনে পড়ে যেতে পারে মোদী সরকার। ফলে তাঁকে সন্তুষ্ট রাখা মোদী সরকারের প্রাথমিক বাধ্যবাধকতা। সেই কারণে পিএম কিষাণ সম্মান নিধির টাকা বিহারের মাটি থেকেই ট্রান্সফার করলেন প্রধানমন্ত্রী।