বঙ্গবার্তা ব্যুরো,
প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাস রোমান্সে মেতেছেন, ছবি: সংগৃহীত
বলিউড তারকা প্রিয়াঙ্কা চোপড়া শুধু দেশেই নয়, বিদেশেও এখন অভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠিত। প্রিয়াঙ্কা নিজের ক্যারিয়ারে অনেক সুপারহিট সিনেমা উপহার দিয়েছেন। নিক জোন্সকে বিয়ে করার পর প্রিয়াঙ্কা শুধু বলিউডে নয়, আন্তর্জাতিক চলচ্চিত্র ইন্ডাস্ট্রিরও বিখ্যাত দম্পতি। অনুরাগীদের মধ্যেও এই জুটি যথেষ্ট জনপ্রিয়।
প্রিয়াঙ্কা ও নিক সোশ্যাল মিডিয়াতেও বেশ সক্রিয়। প্রায়ই তাদের ছুটি কাটানোর ছবি এবং ভিডিও শেয়ার করেন সমাজ মাধ্যমে। সম্প্রতি নিক প্রিয়াঙ্কার একটি ভিডিও সামনে এসেছে। যে ভিডিওতে নিক জানিয়েছেন তার স্ত্রীকে ছাড়া তার কী সমস্যা হয় এবং তাকে কাছে পেলে তার কী হয়।
নিক জোন্স তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি ভিডিও শেয়ার করেছেন। যে ভিডিওটি তার ছুটি কাটানোর ভিডিও বলে মনে করা হচ্ছে। ভিডিওর শুরুতেই দেখা যাচ্ছে এক সুন্দর সমুদ্র সৈকত। ভিডিওতে নিক নিজের অভিব্যক্তি দিয়ে বোঝানোর চেষ্টা করছেন যে স্ত্রী প্রিয়াঙ্কা ছাড়া তার কী হয়। তাকে ছাড়া নিকের নিজেকে খুবই দুঃখী লাগে। আর ঠিক তখন আচমকাই ছুটে এসে নিককে জড়িয়ে ধরেন প্রিয়াঙ্কা চোপড়া জোন্স। এমন পরিস্থিতিতে নিক ও প্রিয়াঙ্কা একে অপরকে ঠোঁটে ঠোঁট ডুবিয়ে গভীর চুম্বন করেন।
নিক জোন্স এবং প্রিয়াঙ্কা চোপড়ার এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। তাদের এ ভিডিওটি অনুরাগীরা ভীষণ পছন্দ করছেন। এই ভিডিওর মন্তব্যে নেটিজেনরা এ তাদের প্রশংসা করছেন।
ভিডিওতে প্রিয়াঙ্কাকে একটি কালো রঙের বিকিনি পরা অবস্থায় দেখা যাচ্ছে। একই সঙ্গে নিক জোন্সও নিজের স্ত্রীর সঙ্গে রং মিলিয়ে কালো পোশাকে ধরা দিয়েছেন। এই ভিডিও শেয়ার করে নিক ক্যাপশনে লিখেছেন, আমি ছাড়তে পারছি না।
বর্তমানে প্রিয়াঙ্কা চোপড়া তার নতুন সিনেমা এসএসএমবি ২৯ নিয়ে আলোচনায় রয়েছেন। অভিনেত্রী এসএস রাজামৌলির সিনেমায় অভিনয়ের জন্য প্রস্তুতি নিচ্ছেন।
এসএসএমবি ২৯ মহেশ বাবু এবং আর মাধবনও মুখ্য চরিত্রে অভিনয় করেছেন। সম্প্রতি ইদ্রিস এলবা ও জন সিনার সঙ্গে হলিউড সিনেমা হেডস অব স্টেট এ কেন্দ্রীয় চরিত্রে প্রিয়াঙ্কা চোপড়া রয়েছেন।