বঙ্গবার্তা ব্যুরো,
বলিউড থেকে হলিউড—সব জায়গাতেই নিজের স্টাইল আইকন হিসেবে জায়গা পাকাপাকি করে নিয়েছেন তিনি।এবার সকলের নজর কাড়লেন ভাই সিদ্ধার্থ চোপড়ার বিয়েতে এসে।বিশেষ দিনটির জন্য তিনি ডিজাইনার মনীশ মালহোত্রার তৈরি একটি নীল ওমব্রে লেহেঙ্গা বেছে নিয়েছিলেন।প্রিয়াঙ্কা চোপড়ার ফ্যাশন সেন্স ও স্টাইল স্টেটমেন্ট বরাবরই নজর কাড়ে, আর এবার ভাই সিদ্ধার্থের বিয়েতেও তার গ্ল্যামার যেন ঝলসে উঠেছে। প্রিয়াঙ্কা চোপড়া একটি বড় পান্না এবং হীরার নেকপিস বেছে নিয়েছিলেন।সেই বহুমূল্য বুলগেরি নেকলেস যেন চোখ ধাঁধানো! প্রায় ১০-১২ কোটি টাকা দামের এই নেকলেস এখন সোশ্যাল মিডিয়ায় রীতিমত চর্চার বিষয়।
অনেকেই বলেন প্রিয়াঙ্কার ফ্যাশন সেন্স নতুন ট্রেন্ড সেট করে। তাঁর দৃষ্টিনন্দন নীল ওমব্রে লেহেঙ্গা জুড়ে ছিল সুশোভিত রূপালী নকশা।ভলিউমেটিক স্কার্টটিতে ছিল জটিল নকশার প্যানেল এবং নীচে একটি স্ক্যালোপড বর্ডার সহ জেমস্টোন।তা ছিল একটি ওয়ান-স্ট্রাপ ব্লাউজ, একটি শিফন দুপাট্টা এবং তার চোলির সঙ্গে জোড়া।
মেকআপের জন্য অভিনেত্রী গালে ব্লাশ সহ বেছে নিয়েছিলেন একটি সূক্ষ্ম ছোঁয়া। ছিল গাঢ় ম্যাভ রঙের লিপস্টিক, বাদামী আইশ্যাডো বেছে নিয়েছিলেন উইংড আইলাইনার। চুলের জন্য, তিনি নীল ফুল সহ একটি জটিলভাবে স্টাইল করা বুন বেছে নিয়েছিলেন।
ভাইয়ের বিয়ে, নীল লেহেঙ্গা আর হিরের নেকলেসে নজর কাড়লেন প্রিয়াঙ্কা
![](https://bangobarta.com/wp-content/uploads/2025/02/WhatsApp-Image-2025-02-08-at-7.35.02-PM1.jpeg)