শীর্ষ আদালতের নির্দেশ মত রাজ্যসরকারি কর্মীদের ২৫ শতাংশ মহার্ঘ্য ভাতা দেবার প্রক্রিয়া শুরু

Supreme Court concern on government jobs in India

Published By Subrata Halder, 28 May 2025, 05:11 p.m.

বঙ্গবার্তা ব্যুরো,
রাজ্যের সরকারি কর্মচারীদের ২৫ শতাংশ ডিএ মেটানোর নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। সেই নির্দেশের পরই রাজ্যের অর্থ দফতর একাধিক বিভাগকে চিঠি দিয়ে জানতে চেয়েছে, কারা কারা এখনও পর্যন্ত ডিএ পাননি। কতজন কর্মী ডিএ প্রাপক, কতজন অবসরপ্রাপ্ত, তার পূর্ণাঙ্গ তালিকা চাওয়া হয়েছে সব দফতরের কাছ থেকে।
সূত্রের খবর, এই ডিএ সংক্রান্ত মামলা নিয়ে ফের সরব হয়েছে রাজ্য। অর্থ দফতর এই বিষয়ে নবান্নকে জানিয়েছে, প্রায় ৩.৮০ লক্ষ স্কুলশিক্ষক রয়েছেন রাজ্যে, যাঁদের অনেকে এখনও পর্যন্ত বকেয়া ডিএ পাননি। এছাড়া রয়েছে পুরসভার কর্মী, পঞ্চায়েত দফতরের কর্মী, এবং অন্যান্য দফতরে নিযুক্ত বহু স্থায়ী কর্মী, যাদের মধ্যে অনেকেই এখনও পর্যন্ত ২৫ শতাংশ ডিএ পাননি।
তালিকা চাওয়ার পাশাপাশি বিভিন্ন দফতরকে বলা হয়েছে, ২০১৬ সালের এসএসসি প্যানেল বাতিল হওয়ার পরে যারা চাকরি পেয়েছেন, সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী, তাদের অনেকে ডিএ পাবেন না। জানা গেছে, ২০২০ সালের পরে রাজ্য সরকার যাদের স্থায়ী সরকারি কর্মী হিসেবে নিয়োগ করেছে, তাদের ক্ষেত্রেও বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে তারাও সুপ্রিম কোর্টের রায়ের আওতায় ডিএ পাবেন কি না, তা যাচাই করে দেখা হচ্ছে।
নবান্ন সূত্রের খবর, মোট বকেয়ার ২৫ শতাংশ মেটানোর প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়েছে। তবে কারা সেই ডিএ পাবেন, তার জন্য পুরো কর্মী তালিকা যাচাই করে আইনি দিকও খতিয়ে দেখা হচ্ছে।

18:01