কলকাতায় উদ্ধার বিপুল টাকার নিষিদ্ধ ওষুধ

ফের কলকাতা থেকে উদ্ধার ক্যান্সার সহ বিভিন্ন রোগের চিকিৎসায় ব্যবহৃত ‘জাল ওষুধ’। দক্ষিণ কলকাতার ভবানীপুরের লেক প্লেসের এক ওষুধ সরবরাহকারী সংস্থার অফিস ও গোডাউনে অভিযান চালিয়ে বিপুল টাকার ওষুধ উদ্ধার করেছে সেন্ট্রাল ড্রাগস স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজ়েশন (সিডিএসসিও)। ওই সংগঠনের পূর্বাঞ্চলীয় শাখা এবং ড্রাগস কন্ট্রোল ডিরেক্টরেটের পশ্চিমবঙ্গে যৌথভাবে তল্লাশিতে ওই বিপুল পরিমাণ ক্যান্সারের চিকিৎসায় ব্যবহৃত ওষুধ বাজেয়াপ্ত করেছে। মূলত এক পাইকারি ওষুধ ব্যবসায়ীর অফিসে হানা দিয়ে এই বিপুল পরিমাণ ওষুধ উদ্ধার করা হয়। সন্দেহকারীদের অভিযোগ, এই ওষুধগুলি ভেজাল। ইতিমধ্যেই বাজেয়াপ্ত ওষুধগুলোর নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। এই ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে। তাকে মঙ্গলবার আদালতে তোলা হলে ধৃতের ১৪ দিনের জেল হেপাজতের নির্দেশ দিয়েছে।
জানা গিয়েছে, বাজেয়াপ্ত ওষুধ গুলির বাজার মূল্য প্রায় ৬ কোটি ৬০ লাখ। তদন্তের জন্য সেগুলির নমুনার গুণমানগত পরীক্ষা (কোয়ালিটি টেস্টিং)-এর জন্য পাঠানো হয়েছে।
এই ঘটনার তদন্তে এক মহিলাকে গ্রেফতার করেছে পুলিশ। তাকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। ওই ড্রাগগুলি কোথা থেকে আসত তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।