বাংলাদেশে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবীতে ফের আন্দোলন

বঙ্গবার্তা ব্যুরো,
সর্বশেষ নির্বাচনে জিতে ক্ষমতায় থাকা আওয়ামী লীগকে ফের নিষিদ্ধ করার জোরালো দাবী উঠল বাংলাদেশে।শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই দাবী তুলে আলাদা আলাদা বিক্ষোভ মিছিল হয়। বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে ‘গণহত্যাকারী আওয়ামী লীগ নিষিদ্ধকরণ মঞ্চ’ নামে একটি প্ল্যাটফর্মের ঘোষণা করা হয়। তার আগে দুপুরে একই দাবিতে রাজু ভাস্কর্যের সামনে বিক্ষোভ করে ইনকিলাব মঞ্চ। একই দাবীতে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ।
একদিন আগেই অন্তর্বর্তী সরকারের আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোনো পরিকল্পনা নেই বলে জানান প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে এই কথা বলেন তিনি। শুক্রবার এই বক্তব্যের কড়া প্রতিক্রিয়া জানায় জাতীয় নাগরিক পার্টি।শুক্রবার প্রেস মিট করে এনসিপির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম একথা বলেন। তার দাবি ছাত্র-নাগরিক অভ্যুত্থানের সাত মাস কেটে গেলেও গণহত্যাকারী শেখ হাসিনাসহ আওয়ামী লীগের খুনিদের বিচারের প্রক্রিয়া চোখে দেখা যাচ্ছে এমন কোনও অগ্রগতি হয়নি।
আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে চট্টগ্রামে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাতীয় নাগরিক পার্টি। অন্যদিকে আওয়ামী লীগের পুনর্বাসন জনগণ মেনে নেবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান।

04:41