Upload By K. Halder at 20th March 2025, 06:23 PM
বঙ্গবার্তা ব্যুরো,
ক্ষমতায় বসেই অভিবাসন দফতর থেকে সরকারি চাকরি ছাঁটাই, শুল্ক বৃদ্ধি থেকে শুরু করে গাজা, প্যালেস্তাইন ও ইউক্রেন নিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নীতির বিরুদ্ধে ওয়াশিংটন ও যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে পথে নেমে প্রতিবাদ সংগঠিত করলেন হাজার হাজার মানুষ। শনিবার মার্কিন যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসি, নিউইয়র্ক এবং শিকাগোসহ প্রধান শহরগুলিতেই বিক্ষোভ হয়। হোয়াইট হাউসের বাইরে বিক্ষোভকারীরা,শ্রমিকের ন্যায্য ক্ষমতা থাকা উচিত, কোনো রাজতন্ত্র বা একনায়কতন্ত্র নয়, ইজরায়েলকে অস্ত্র দেওয়া বন্ধ করুন এমন ব্যানার নিয়ে রাস্তায় দাঁড়িয়ে বিক্ষোভ দেখান নাগরিকেরা। গাজায় ইজরায়েলি গণহত্যায় নিহতদের প্রতি সংহতি প্রকাশ করে ফ্রি প্যালেস্টাইন স্লোগান দিতে থাকেন প্রতিবাদীরা।
ট্রাম্প প্রশাসন সম্প্রতি অনেক বিদেশি শিক্ষার্থীদের ভিসা ইস্যুতে গ্রেপ্তার করেছে। তাদের অনেককে দেশে ফেরত পাঠানোর চেষ্টা চলছে। এই নিয়ে খুশি নন আমেরিকার অনেক সাধারণ মানুষ। বিক্ষোভের সময় ওয়াশিংটন মনুমেন্টের পাশে বিভিন্ন ব্যানারে লেখা ছিল, ঘৃণা কোনো জাতিকে মহান করে না, সবার জন্য সমান অধিকার মানে আপনার অধিকার কমে যাওয়া নয়। বিক্ষোভকারীদের ইউক্রেনের পতাকা হাতেও দেখা গেছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে আমেরিকা আরও কঠোর হোক এমন দাবি উঠেছে এই বিক্ষোভ থেকে। এর আগে এপ্রিল মাসের প্রথম দিকে ট্রাম্পের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রজুড়ে বিক্ষোভ হয়েছে। সংবাদমাধ্যমের খবর অনুযায়ী সেবার অন্তত ১,২০০টি জায়গায় বিক্ষোভ হয়েছিল।

ট্রাম্প প্রশাসন সম্প্রতি অনেক বিদেশি শিক্ষার্থীদের ভিসা ইস্যুতে গ্রেপ্তার করেছে। তাঁদের অনেককে দেশে ফেরত পাঠানোর চেষ্টা চলছে। এই নিয়ে খুশি নন আমেরিকার অনেক সাধারণ মানুষ। বিক্ষোভের সময় ওয়াশিংটন মনুমেন্টের পাশে বিভিন্ন ব্যানারে লেখা ছিল, ‘ঘৃণা কোনো জাতিকে মহান করে না’, ‘সবার জন্য সমান অধিকার মানে আপনার অধিকার কমে যাওয়া নয়’।

বিক্ষোভকারীদের কাউকে কাউকে ইউক্রেনের পতাকা হাতেও দেখা গেছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে আমেরিকার আরও আরও কঠোর হোক এমন দাবি উঠেছে এই বিক্ষোভ থেকে।এর আগে এপ্রিল মাসের প্রথম দিকে ট্রাম্পের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রজুড়ে বিক্ষোভ হয়। সংবাদমাধ্যমের খবর অনুযায়ী সেবার অন্তত ১,২০০টি জায়গায় বিক্ষোভ হয়েছিল।
