কুম্ভে পদপিষ্টের ঘটনায় সুপ্রিম কোর্টে দায়ের জনস্বার্থ মামলা

Public Interest Litigation Filed in Supreme Court Following Kumbh Mela Trampling Incident


প্রতিনিধি, বঙ্গবার্তাঃ বুধবার সঙ্গমে পুণ্য স্নানে গিয়ে পদপিষ্টে বহু মানুষের মৃত্যুর ঘটনায় এবার সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা হল। বিশাল তিওয়ারি নামে এক আইনজীবী এই মামলা করেছেন । তিনি উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথ সরকারের বিরুদ্ধে গাফিলতি এবং অব্যবস্থার অভিযোগ এনেছেন।
বুধবার মৌনী অমাবস্যায় প্রয়াগরাজের সঙ্গমে পুণ্য স্নান করতে গিয়ে পদপিষ্ঠের ঘটনা ঘটে । এই ঘটনায় একাধিক মানুষের মৃত্যুর সম্ভাবনা রয়েছে।সরকারি ভাবে মৃত্যুর সংখ্যা নিয়ে কিছু জানানো না হলেও বেসরকারি সূত্রের খবর এখনো পর্যন্ত তিরিশ জনের মৃত্যু হয়েছে। পরিস্থিতি সামাল দিতে রাজ্য এবং জাতীয় বিপর্যয় মোকাবিলা টিম, র্যা ফ এবং এন এস জি বাহিনী নামানো হয়, মাথার ওপর চক্কর দেয় হেলিকপ্টার। এর পাশাপাশি মেলা কর্তৃপক্ষ পুণ্যার্থীদের কাছে আবেদন করেছেন তাঁরা যেন কিছুক্ষণ সঙ্গমের দিকে না গিয়ে কাছাকাছি ঘাটে স্নান করেন।
বুধবার মৌনী অমাবস্যার পূণ্য যোগে স্নান করতে সকাল থেকেই অসংখ্য মানুষ ভীড় করেন।ক্রমশ সেই ভীড়ের চাপ বাড়ে। এরপরেই পদপিষ্টের ঘটনা ঘটে যায়। ঘটনার কথা জানতে পেরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ফোন করে যোগী আদিত্যনাথকে সব রকম সাহায্যের আশ্বাস দেন। ফোন করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহও। এদিকে যোগী নিজে এই ঘটনা নিয়ে উচ্চ পর্যয়ের বৈঠক করেছেন।
মেলা প্রাঙ্গনে সারাদিন স্বজন হারাদের ভীড় ছিল । বিভিন্ন হাসপাতালে তাঁরা ছোটাছুটি করছেন। হারিয়ে যাওয়া মানুষদের সন্ধানে মেলা কর্তৃপক্ষের কাছে ছুটে ছুটে গিয়েছেন। কেউ ছটেছেন মর্গের কাছেও। এই পরিস্থিতিতে মেলা কর্তৃপক্ষ হারিয়ে যাওয়া মানুষদের খূঁজে পাওয়ার জন্য মাইকে প্রচার চালায়।
এই ঘটনার পর কয়েকটি আখাড়া ‘অমৃত স্নান’ বাতিলের সিদ্ধান্ত নেয়। জুনা আখাড়া এবং অখিল ভারতীয় আখড়া পরিষদ এই সিদ্ধান্ত নিয়েছিল।
আইনজীবী বিশাল তিওয়ারি তাঁর আবেদনে একাধিক ব্যবস্থা নেওয়ার আর্জি জানিয়েছেন। তিনি বলেন মেলায় প্রত্যেক রাজ্যের একটি করে সেন্টার রাখতে হবে।যাতে সেই রাজ্যের পুণ্যার্থীরা যে কোনও প্রয়োজনে তাঁদের সাহায্য পেতে পারেন। তাছাড়া মেলায় ডিজিটাল স্ক্রিনের ব্যবস্থার আবেদনও করেছেন তিনি।তাঁর আবেদন শীর্ষ আদালত যোগী সরকারের কাছে স্ট্যাটাস রিপোর্ট চেয়ে পাঠাক।একই ভাবে বিভিন্ন রাজ্য সরকারকেও যেন শীর্ষ আদালত নির্দিষ্ট নির্দেশ দেয়।
এদিকে বুধবারের ঘটনার পর, কুম্ভমেলায় একাধিক বদল আনা হয়েছে,বাতিল করা হয়েছে ভি ভি আই পি পাস। নিয়ন্ত্রণ করা হচ্ছে যান বাহন। গতললের ঘটনার ব্যাখ্যা দিতে গিয়ে ইউ পি পুলিশ জানিয়েছে , শয়ে শয়ে মানুষ সঙ্গমে ডুব দিতে গেলে একজন আরেকজনের ওপর পড়ে যান। তারফলেই ঘটে যায় দুর্ঘটনা।
এদিকে বুধবারের ঘটনাকে ছোটখাটো বলে মন্তব্য করেছেন উত্তরপ্রদেশ সরকারের মন্ত্রী সঞ্জয় নিশাদ। তিনি বলেন এত বড় মেলায় এই ধরণের ছোট খাটো ঘটনা ঘটে যেতেই পারে। এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। বিরোধীরা বলছেন যে ঘটনায় কমপক্ষে ৩০ জনের মৃত্যু হয়েছে, আহতের সংখ্যা ৯০, তাকে ছোট ঘটনা বলে ব্যাখ্যা করা যোগী সরকারের অমানবিক মুখের পরিচয়।