প্রকাশ্যে রিপোর্ট, চিন্নাস্বামীর ঘটনায় চাপ বাড়ল আরসিবির উপরে

বঙ্গবার্তা ব্যুরো, সন্দীপ সুর:

ছবি- সোশ্যাল মিডিয়া

১৮ বছরের খরা কাটিয়ে এবারের আইপিএল জিতেছিল আরসিবি।কিন্তু বেঙ্গালুরুতে তাদের সেলিব্রেশনের সময় মর্মান্তিক ঘটনা ঘটে। চিন্নাস্বামী স্টেডিয়ামের বাইরে পদপিষ্ট হয়ে ১১ জনের মৃত্যু হয়। আহতের সংখ্যা ছিল ৪৭। এই ঘটনা নিয়ে সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইবুনাল’ (ক্যাট) প্রাথমিক রিপোর্ট পেশ করেছে। সেই রিপোর্ট কিন্তু আরসিবির জন্য স্বস্তিদায়ক নয়। ঘটনার জন্য আরসিবিকে দায়ী করা হয়েছে।।

কর্নাটকের দমকল দপ্তরের তরফে চিঠি দেওয়া হয়েছিল। সেখানে বলা হয়, অগ্নি নির্বাপক ব্যবস্থা নিয়ে চিন্নাস্বামীকে যেসব নির্দেশিকা দেওয়া হয়েছিল সেগুলি কার্যকর করা হয়নি। এর আগেও অগ্নি নির্বাপক নিয়মাবলি পালনে গাফিলতির অভিযোগ উঠেছে চিন্নাস্বামী স্টেডিয়ামের বিরুদ্ধে।

এই রিপোর্টে বলা হয়েছে, প্রাথমিক অনুসন্ধানে দেখা গিয়েছে, তিন থেকে পাঁচ লক্ষ লোকের আগমনের জন্য পুরো দায় আরসিবি-র। তারা পুলিশের কাছ থেকে প্রয়োজনীয় অনুমতি নেয়নি। হঠাৎ করে সমাজমাধ্যমে এই উৎসবের কথা ঘোষণা করে দিয়েছিল তারা। তার ফলে বিপুল সংখ্যাতে মানুষ জমায়েত করেন।

এই রিপোর্টে আরও উল্লেখ করা হয়েছে ,৩ জুন ও ৪ জুনের মধ্যবর্তী রাতে জনসাধারণ রাস্তায় অবস্থান করছিল এবং পুলিশ সেই জমায়েত পরিচালনায় ব্যস্ত ছিল। একই সময় রাজ্য সরকার ‘বিধান সৌধ’ প্রাঙ্গণে একটি অনুষ্ঠান আয়োজন করেছিল, যেখানে পুলিশ মোতায়েন ছিল। এরই মধ্যে আরসিবি কোনওরকম অনুমতি না নিয়েই হঠাৎ করে এ ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করে।

আরসিবিকে দায়ী করে আরও বলা হয়,পুলিশ তো মানুষ, তাদের পক্ষে মাত্র ১২ ঘণ্টার মধ্যে পুলিশ আইন বা অন্যান্য বিধি অনুযায়ী প্রয়োজনীয় সমস্ত প্রস্তুতি নেওয়া সম্ভব নয়। সব মিলিয়ে বেঙ্গালুরু ঘটনা নিয়ে যথেষ্টই বিপাকে আরসিবি এবার তারা আইনি জটিলতার মধ্যে জড়াতে চলেছে ইতিমধ্যে ভারতীয় ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে আগামী দিনে যাতে এই ধরনের ঘটনা ঘটে, তার জন্য বেশ কয়েকটি কঠোর নীতি নেওয়া হয়েছে।