আইপিএল ফাইনালে আরসিবির মুখোমুখি পাঞ্জাব কিংস, দু দলই প্রথমবার ফাইনালে

Published By Subrata Halder, 02 June 2025, 11:57 p.m.

বঙ্গবার্তা ব্যুরো,
গুজরাট টাইটান্সকে এলিমিনেটরে বিদায় করেছিল মুম্বাই ইন্ডিয়ান্স। ফাইনালে ওঠার বড় প্রতিদ্বন্দ্বী হার্দিক পান্ডিয়া এবং রোহিত শর্মাদের এই ফ্রাঞ্চাইজি কিন্তু দ্বিতীয় কোয়ালিফায়ারে পাঞ্জাব কিংসের বিপক্ষে ২০৩ রানের বড় স্কোর গড়েও জিততে পারলো না।
১ ওভার বাকি থাকতেই, ৫ উইকেটে মুম্বাইকে হারিয়ে ফাইনালে উঠল পাঞ্জাব কিংস। এরফলে একটা বিষয় নিশ্চিত হয়ে গেছে যে, এবারের আইপিএল ট্রফি পাবে নতুন কোনো দল ।
দুই ফাইনালিস্ট রয়াল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং পাঞ্জাব কিংস, এর আগে কখনো চ্যাম্পিয়ন হয়নি।
যদিও দুই দলই ফাইনালে উঠেছে। রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু তিনবার এবং পাঞ্জাব কিংস একবার। তবে, দুই দলেরই ফাইনালে প্রতিপক্ষ ছিল অন্য কেউ, যারা সংশ্লিষ্ট আসরগুলোতে চ্যাম্পিয়ন হয়েছে।
রয়াল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর দুর্ভাগ্য, এর আগে তিনবার ফাইনালে উঠে একবারও চ্যাম্পিয়ন হতে পারেনি। আইপিএল শুরুর পরের মরসুমেই, ২০০৯ সালে প্রথবার ফাইনাল খেলেছিল বেঙ্গালুরু। সেবার তারা ৬ রানে হেরে যায় ডেকান চার্জার্সের কাছে। এরপর ২০১১ সালে আবারও ওঠে ফাইনালে। কিন্তু সেবারেও চ্যাম্পিয়ন হতে পারে নি। এবার ফাইনালে তারা চেন্নাই সুপার কিংসের কাছে হেরে যায় ৫৮ রানে।
তৃতীয়বার রয়াল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ফাইনালে ওঠে ২০১৬ সালে। ফাইনালে তারা হারে মোস্তাফিজুর রহমানের সানরাইজার্স হায়দরাবাদের কাছে, ৮ রানের ব্যবধানে। নয় বছর পর আবারও উঠলো ফাইনালে। চতুর্থবারের মত ফাইনালে উঠে তারা কী পারবে প্রথমবার চ্যাম্পিয়ন হতে।
পাঞ্জাব কিংস আইপিএলে যাত্রা শুরু করেছিল কিংস ইলেভেন পাঞ্জাব নামে। আইপিএলে দলটির সাফল্য শুন্য। একবার মাত্র উঠেছিল ফাইনালে। ২০১৪ সালে ফাইনালে উঠলেও কাপ জেতার স্বাদ পায়নি তারা। সেবার পাঞ্জাব হেরেছে সাকিব আল হাসানের কলকাতা নাইট রাইডার্সের কাছে, ৩ উইকেটের ব্যবধানে। পরিবর্তিত নামে পাঞ্জাব কিংস এবারই প্রথম ফাইনালে উঠলো তারা। এবার কী তারা পারবে চ্যাম্পিয়ন হতে ?
তবে পাঞ্জাব কিংসের জন্য বড় অ্যাডভান্টেজ হলো তাদের অধিনায়ক স্রেয়স আয়ার। তার নেতৃত্বে গত আসরে কলকাতা নাইট রাইডার্স চ্যাম্পিয়ন হয়েছিল। এবার উঠলেন ফাইনালে।নিশ্চয় তার অভিজ্ঞতা কাজে লাগবে পাঞ্জাব কিংসের।

01:27