বঙ্গবার্তা ব্যুরো,
সিনেমা হলে চুটিয়ে ব্যবসা করার পরে, এবার ওটিটি প্ল্যাটফর্মেও জমিয়ে বানিজ্য করছে ‘পুষ্পা ২’। এই ছবিটির প্রিমিয়ারে পদপিষ্ট পরিস্থিতিতে মৃত্যুর ঘটনায় অল্লু অর্জুনকে হাজতবাসও করতে হয়েছিল। অল্লু অর্জুনের আগমনেই নাকি তৈরি হয়েছিল এই পরিস্থিতি। যারা নানা কারণে হলে গিয়ে এই সিনেমা দেখতে পারেন নি তাঁরা ওটিটিতে দেখলে লাভবানই হবেন। জানা যাচ্ছে, সেন্সর বোর্ডের কোপে যে দৃশ্য বাদ পড়েছিল তার ২৩ মিনিট যোগ করে দেওয়া হয়েছে ওটিটি ভার্সনটিতে। অর্থাৎ গল্পের দৈর্ঘ্য বেড়ে হয়েছে ৩ ঘণ্টা ৪৪ মিনিট।
গত বছর ৫ ডিসেম্বর বড় পর্দায় মুক্তি পেয়েছিল সিনেমাটি, তারপর শুধুই তৈরি হয়েছে একের পর এক রেকর্ড। সেই রেকর্ড এবার ওটিটি প্ল্যাটফর্মেও অব্যাহত। ডিজিটাল প্লাটফর্মে মুক্তি পাওয়ার পর বিশ্বব্যাপী ১৮৩১ কোটি টাকা আয় করেছে অল্লু অর্জুনের এই সিনেমা। বিশ্বব্যাপী শীর্ষ ১০টি সিনেমার তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে তা। বর্তমানে ১৪টি দেশে টানা দুই সপ্তাহ ধরে চলছে পুষ্পা টু। গ্লোবাল টপ ১০ সিনেমায় (অ ইংরেজি) তালিকায় টানা দ্বিতীয় সপ্তাহ জুড়ে সিনেমাটি রয়েছে। জানা যাচ্ছে মাত্র দু সপ্তাহে ৯.৪ মিলিয়ন ভিউ পেয়েছে এই সিনেমা।সিনেমার এমন সাফল্যে নায়ক অল্লু অর্জুন থেকে পরিচালক সুকুমার সকলেই ভীষণ খুশি। সিনেমাটির সাফল্যে সবাইকে অনেক ধন্যবাদ জানিয়েছেন তাঁরা।
সিনেমা হলের পর ওটিটিতেও জমিয়ে ব্যবসা, ফের রেকর্ড পুষ্পা ২র
