নবান্নে এসেও মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা না করে ফিরতে হলো যোগ্য শিক্ষকদের

Published By Subrata Halder, 29th May 2025, 5:22p.m.

বঙ্গবার্তা ব্যুরো,
মুখ্যমন্ত্রী সঙ্গে সাক্ষাতের জন্য নবান্নে চাকরিহারারা, তবে পূর্ব নির্ধারিত অ্যাপোয়েন্টমেন্ট না থাকায় দেখা হল না
চাকরি হারাদের প্রতিনিধি দলের।
এদিন নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে সরাসরি নবান্নে পৌছন শিক্ষকরা। কিন্তু সাধারণত রীতি অনুযায়ী, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পূর্ব নির্ধারিত অ্যাপয়েন্টমেন্ট ছাড়া সাক্ষাৎ করা যায় না। তাই নবান্নে এলেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাদের সাক্ষাৎ হয়নি। তবে তাদের দাবিপত্র সম্বলিত একটি চিঠি এদিন নবান্নে তারা জমা দিয়ে যান। সুপ্রিম কোর্টের নির্দেশে ইতিমধ্যে এসএসসি নিয়ে চাকরির বিজ্ঞপ্তি জারি করেছে রাজ্য সরকার। তবে চিঠি দেওয়া ছাড়া বিশেষ অপেক্ষা করেনি তারা। মুখ্যমন্ত্রীকে দেওয়া চিঠি রিসিভ করিয়েই তারা ফেরত যান।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে এই চিঠিতে চিঠিতে বর্তমানে যে প্রক্রিয়া শুরু হয়েছে তা নিয়ে তাদের কিছু বক্তব্য উত্থাপন করেছেন তারা। চিঠিতে তাঁরা জানিয়েছেন, দীর্ঘ ছ বছর ধরে রাজ্যের বিভিন্ন বিদ্যালয়ে নিষ্ঠার সঙ্গে কাজ করে এসেছেন। ছাত্রছাত্রীদের শিক্ষা ও ভবিষ্যৎ গঠনে তাদের অবদান অস্বীকার করা যায় না। অথচ আদালতের রায় অনুযায়ী বর্তমানে তাদের নিয়োগ বাতিল করা হয়েছে। যদিও চিঠিতে তারা স্পষ্ট করেছেন, আদালত তাদের কাউকেই দুর্নীতিতে যুক্ত বলে শনাক্ত করেননি। বরং নিয়োগ প্রক্রিয়ায় প্রশাসনিক ত্রুটির কথা তুলে ধরা হয়েছে।
চিঠিতে বলা হয়েছে, আমাদের অধিকাংশেরই আর্থিক পরিস্থিতি অত্যন্ত সংকটজনক। অনেকেই ঋণ নিয়ে সংসার চালিয়ে যাচ্ছেন। এই পরিস্থিতিতে হঠাৎ চাকরি চলে যাওয়ায় আমাদের পরিবার, সম্মান ও ভবিষ্যৎ চরম অনিশ্চয়তার মুখে।
শিক্ষকদের দাবি, সুপ্রিম কোর্ট রায়ের ৪৭ নম্বর অনুচ্ছেদে প্রশাসনিক বিবেচনার সুযোগের কথা বলা হয়েছে। সেই সুযোগকে সামনে রেখেই তারা মুখ্যমন্ত্রীর কাছ থেকে মানবিক হস্তক্ষেপ আশা করছেন।
চিঠিতে তারা দুটি প্রধান দাবির কথা উল্লেখ করেছেন। একটি হলো কর্মস্থলে পুনরায় কাজে যোগদানের অনুমতি, এবং দ্বিতীয়টি হলো ভবিষ্যতের নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণের সুযোগ ও শিথিলতা। এই চিঠির শেষে তারা লিখেছেন, এটি শুধুমাত্র পুনরায় নিয়োগের আবেদন নয় এটি ন্যায়বিচার, মর্যাদা ও বেঁচে থাকার আবেদন।
প্রসঙ্গত, এদিন চাকরি হারাদের অন্য একটি প্রতিনিধি দল সরাসরি কালীঘাটে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করার চেষ্টা করেন। কিন্তু মুখ্যমন্ত্রী তখন নবান্নে বেরিয়ে যাওয়ায় তাদের সঙ্গে তার দেখা হয়নি। পরে পুলিশ মারফত এই চাকরিপ্রার্থীদের মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে থেকে সরিয়ে দেওয়া হয়।

19:53