আরজি কর কাণ্ডে এবার তলব হাসপাতালের ৭ নার্সকে

পীযূষ চক্রবর্তী,
আরজি কর কাণ্ডের তদন্তে ফের গতি বাড়াল সিবিআই।৯ই আগস্ট ঘটনার দিন হাসপাতালে উপস্থিত থাকা সাত জন নার্সকে তলব করল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। আজ, বৃহস্পতিবারই ওই সাত নার্সকে সিবিআই দফতর সিজিও কমপ্লেক্সে উপস্থিত হতে বলা হয়েছে।


কিছুদিন আগেই আরজি কর মামলার শুনানি হাই কোর্টে হবে বলে জানিয়ে দেয় সুপ্রিম কোর্ট। তারপরই দেখা গিয়েছে গতকাল, বুধবার বিধানসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরজিকর মামলার তদন্ত নিয়ে নির্যাতিতা তরুণী চিকিৎসক যাতে সঠিক বিচার পান তার দাবী করেন। ওইদিন রাতেই দেখা যায়, রাজ্যের স্বাস্থ্যসচিব নারায়ণ স্বরূপ নিগম নির্যাতিতার বাড়িতে গিয়ে তার বাবা-মায়ের সঙ্গে দেখা করে ডেথ সার্টিফিকেট তুলে দেন। তারপর ঘটনার দিন উপস্থিত নার্সদের এদিনের সিবিআইতলব নিয়ে অনেকেই চমকিত।


এই সিদ্ধান্তে তদন্তের গতি বাড়তে চলেছে বলেই মনে করছেন নির্যাতিতার পরিবারের লোকজন ও জুনিয়র চিকিৎসকরা। কারণ তারা বার বার সিবিআই তদন্ত নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন। সঞ্জয় রায় ছাড়া আরও একাধিক ব্যক্তি এই ঘটনায় যুক্ত বলেও তারা বারবার দাবি করে আসছেন। এই তলবের সিদ্ধান্তে স্বাভাবিকভাবেই আশায় ফের বুক বাঁধছে অভয়া পরিবার।

12:14