মৌলবাদের বাংলাদেশের ঘর হারালো রবীন্দ্রনাথ

Published by Subrata Halder, 13 June 2025, 02:23 p.m.

বঙ্গবার্তা ব্যুরো,
মহম্মদ ইউনুসের বাংলাদেশে সিরাজগঞ্জে বিশ্ব কবি রবীন্দ্রনাথ
ঠাকুরের কুঠিবাড়ি বসত বাড়ি ভেঙে গুঁড়িয়ে দিল, মৌলবাদীরা।
বর্তমান কেয়ার টেকার সরকারের আমলে যে অরাজকতা চলছে তাতে এই ধরনের আক্রমণ নতুন কিছু নয়। কারণ যে জাতি তাদের স্বাধীনতা এনে দেওয়া দেশ নায়ক বঙ্গবন্ধু মুজিবর রহমানের স্মৃতিবিজড়িত বাড়ি ভেঙে গুঁড়িয়ে দেয়, যে জাতি দেশ নায়কের ছবি টাকা থেকে মুছে দেয়, যে জাতি দেশের মহিলা প্রধান মন্ত্রীর বাড়িতে লুট পাট চালিয়ে সেই সম্মানীয় নেত্রীর ভবনে ঢুকে লুট পাট চালায়, তাদের কাছে এতো অতি সামান্য ব্যাপার। কারণ বাংলাদেশ এখন
ইসলামিক মৌলবাদীদের মুক্তাঞ্চল হয়ে উঠেছে। ঠিক যে ভাবে আফগানিস্তানে তালিবান রা ক্ষমতায় আসার জন্য এই ধরনের মৌলবাদি তাণ্ডবের মধ্যে দিয়ে এগিয়েছিল বাংলাদেশ এখন সেই পথে। তালিবানরা সে দেশের রাষ্ট্রপতি নজিবুল্লাহ কে ফাঁসি দিয়ে ল্যাম্প পোস্টে ঝুলিয়ে দিয়েছিল, বাংলাদেশে যেদিন জিহাদিরা প্রধানমন্ত্রীর
ভবন আক্রমণ করতে এলো, সেদিন যদি ভারত সরকার আর কিছুক্ষণ দেরী করতো হাসিনা কে, বিমানে করে ভারতে এনে আশ্রয় দিতে তবে তার ও পরিণতি ঠিক এমনই হতো।
তা না হওয়ায় কট্টর জিহাদিদের ক্ষোভ ভারতের উপরেই বেশি।
আর পরিকল্পনা মাফিক আফগানিস্তানে তালিবানজঙ্গিরা
যে ভাবে বামিয়ান প্রদেশে কামান দেগে পাথরের বুদ্ধমূর্তি গুঁড়িয়ে দিয়েছিল, বাংলাদেশে এখন এই পথের ই অনুসরণ। পরিকল্পিত ভাবে সংখ্যালঘু হিন্দু ও সভ্য মানুষরা মৌলবাদীদের টার্গেট।
আর তাতে সায় আছে ইউনূসের।
সেই আছে বললে ভুল হবে বরং তারও লক্ষ্য তো একটাই তার পেটোয়া সরকার তৈরি হোক আর তা হলেই তার সুদ চুরির বিষয়টি ধামা চাপা পড়ে যাবে।
তাই ইউনুস এই ব্যাপারে নিরব
থাকছেন। তিনি ও চান বাংলাদেশ আবার পূর্ব পাকিস্তান হয়ে উঠুক। সেই মোতাবেক চেষ্টা চলছে।

01:04