কেন্দ্রের মদতেই দেশে ভয়ের পরিবেশ তৈরি করছে তদন্তকারী সংস্থাগুলি অভিযোগ রাহুল গান্ধীর

Published By Subrata Halder, 16 May 2025, 07:17 pm

বঙ্গবার্তা ব্যুরো,
গুজরাট সমাচার সংবাদপত্রের মালিক বাহুবলি ভাই শাহ কে গ্রেফতার করেছে ইডি। এই গ্রেফতারির বিরুদ্ধে লোকসভায় বিরোধী দলনেতা রাহুল গান্ধী মোদি সরকারের ভয়ের রাজনীতি বলে উল্লেখ ও করেছেন। তার অভিযোগ, এই ভাবে গণতন্ত্রের কন্ঠ রোধ করা হচ্ছে।
ঠিক কি কারণে গ্রেফতার করা হয়েছে তা জানানো হয়নি। সূত্রের খবর ২০১৬ সালের এক সেবি সংক্রান্ত মামলার বিষয়ে তাকে গ্রেফতার করা হয়েছে।
বাহুবলী ভাই শাহ এবং তার ভাই শ্রেয়াংশ গুজরাটের প্রথম সারির সংবাদপত্র গুজরাট সমাচারের মালিক। তারা দীর্ঘ ২৫ বছর ধরে মোদী অমিত শাহ সরকারের নীতির কড়া সমালোচনা করে আসছে।এই গ্রেফতার সেই কারণেই বলে অভিযোগ। গুজরাটে কংগ্রেসের নেতা জিগনেস মেবানিও এই ঘটনার নিন্দা করেছেন। তিনি বলেন এই ঘটনা অত্যন্ত নিন্দনীয়। তিনি বলেন কংগ্রেস গুজরাট সমাচারের পাশে আছে। মোদী সরকার গুজরাট সমাচার পত্রিকার মালিকের বিরুদ্ধে প্রতিশোধের রাজনীতি করছে বলেও তিনি অভিযোগ করেন। এডিটরস গিল্ডের মেম্বার এবং প্রবীণ সাংবাদিক শিলা ভাটও এই বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলেন কেন এই গ্রেফতার তা স্পষ্ট হয়নি।
বাহুবলী ভাইকে গ্রেফতারের পর শারীরিক পরীক্ষার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তিনি অসুস্থ বোধ করায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। তার ভাই শ্রেয়াংশ জানিয়েছেন, তারা এই ঘটনার বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবেন।
প্রসঙ্গত কিছুদিন আগেই সুপ্রিম কোর্ট ইডির এই ধরনের গ্রেফতারির সমালোচনা করে। বিচারপতি অভয় ওকা মৌখিকভাবে জানিয়েছিলেন, এটি ইডির একটা রুটিন হয়ে দাঁড়িয়েছে। কোনরকম কারণ বা নির্দিষ্ট অভিযোগ ছাড়াই তারা আগে গ্রেফতার করছে যে কাউকে।

08:38