বঙ্গবার্তা ব্যুরো,
দু দিনের গুজরাট সফরের দ্বিতীয় দিনে দলের ভিতরেই সাফাই অভিযানের ডাক দিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তিনি বলেন যতদিন না এই সাফাইয়ের কাজ করা সম্ভব হবে ততদিন গুজরাটের মানুষ কংগ্রেসের ওপর ভরসা করতে পারবেন না।
রাহুল বলেন কংগ্রেসে দু ধরণের নেতা এবং কর্মী আছেন। এক যাঁরা কংগ্রেসের আদর্শ এবং সব সময় মানুষের পাশে থাকেন আর দুই যাঁরা জন বিচ্ছিন্ন এঁদের মধ্যে অর্ধেকই বিজেপির লোক।যতদিন না এই ধরণের নেতা, কর্মীদের থেকে কংগ্রেসকে আলাদা করা যাবে ততদিন মানুষের আস্থা ফিরে পাওয়া যাবে না।
রাহুল বলেন রাজ্য স্তর থেকে ব্লক স্তর পর্যন্ত এই দু ধরণের লোক রয়েছে। এদের থেকে দলকে মুক্ত করতে হবে। এই ধরণের নেতা কর্মীদের সতর্ক করেন তিনি, এমনকি প্রয়োজনে দল থেকে তাড়িয়ে দেওয়ার কথাও বলেন।
রাহুল বলেন গুজরাটে দলে উপযূক্ত নেতা কর্মীর অভাব নেই। তাদের খুঁজে বার করে ঠিক জায়গায় দায়িত্ব দিতে হবে। রাহুল বলেন, গুজরাটে এলে শুধুমাত্র ভোট নিয়েই কথা হয়। কিন্তু কংগ্রেস মানে শুধু ভোট নয়। কংগ্রেস মানে এক আদর্শ বোধ, যা বুকে নিয়ে না চলতে পারলে মানুষের কাছে পৌঁছন যাবে না, মানুষের বিশ্বাসও ফিরে পাওয়া যাবে না। তার দাবী, গুজরাটে তিন দশক ধরে কংগ্রেস ক্ষমতায় নেই । কিন্তু এতে থেমে গেলে চলবে না, কংগ্রেসের আদর্শ বুকে নিয়ে মানুষের পাশে দাঁড়াতে হবে।
তিনি অভিযোগ করেন গুজরাটের ডায়মণ্ড শিল্প, কৃষিজীবী মানুষ আজ দিশাহীন। কংগ্রেসই পারে তাঁদের নতুন পথ দেখাতে।
কংগ্রেসে সাফাই অভিযানের ডাক রাহুল গান্ধীর
