পার্টি লাইনের বাইরে কথা নয় কেরালার নেতাদের নির্দেশ রাহুলের

বঙ্গবার্তা ব্যুরো,
কেরল কংগ্রেস এক আছে এবং আগামী দিনে তাঁদের কী করতে হবে সে সম্পর্কে ওয়াকিবহাল। লোকসভায় বিরোধী দলনেতা রাহুল গান্ধী এ কথা বলেছেন। কেরল কংগ্রেসের নেতাদের সঙ্গে দলের শীর্ষ নেতাদের দীর্ঘ বৈঠকের পর তিনি এ কথা বলেছেন। সূত্রের খবর তিনি নেতাদের স্পষ্ট ভাবে বলেছেন কাজ না করে শুধু বয়ান দিলে চলবে না। কেরলের ইন্দিরা ভবনে তিন ঘন্টা ধরে বৈঠক চলে।
ইদানিং কেরল কংগ্রেস নিয়ে একাধিক খবর সামনে আসে। বিশেষ করে শশী থারুরের সঙ্গে সরাসরি রাহুল গান্ধীর মত বিরোধের কথা সংবাদ মাধ্যম ফলাও করে প্রকাশ করে। খবরে এও বলা হয় শশী নাকি কংগেস ছেড়ে দেবেন।এরপরেই রাহুল গান্ধীর সঙ্গে থারুরের আলোচনা হয়। তারপরে থারুর বিবৃতি দেন সংবাদ মাধ্যম তাঁর কথা ভুল ভাবে প্রচার করেছে। তিনি কংগ্রেসে আছেন বলেও জানিয়ে দেন।
বৈঠকে রাহুল গান্ধী ছাড়া কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে,প্রিয়াঙ্কা বঢরা এবং কেরল কংগ্রেসের সভাপাতি সহ অন্যন্য নেতারাও উপস্থিত ছিলেন। বিতর্কের কেন্দ্রবিন্দুতে থাকা শশী থারুরও বৈঠকে উপস্থিত ছিলেন। রাহুল গান্ধী সবাইকে নিয়ে একটি ছবিও সমাজ মাধ্যমে প্রকাশ করেন।
আগামী বছর কেরলে বিধানসভার ভোট। কংগ্রেসের দাবি ক্ষমতাসীন বাম সরকারের বিরুদ্ধে রাজ্যের মানুষ বিরক্ত। তাঁরা বদল চাইছেন। আগামী বছর কেরলে তাঁরাই ক্ষমতায় আসবেন।
এদিকে জাতীয় স্তরে বামেরা ইন্ডিয়া জোটে রয়েছে। অথচ তারাই আবার কেরলে কংগ্রেসের বিরুদ্ধে ভোটে লড়ছে। বিজেপি এই অদ্ভুত জোট চরিত্র নিয়ে ইন্ডিয়া জোটকে কটাক্ষ করছে।