Upload By K. Halder at 28th April 2025, 08:36 AM
বঙ্গবার্তা ব্যুরো,
রবিবার গ্রিন লাইনের এসপ্লানেড থেকে শিয়ালদহ অংশের পরিদর্শন করলেন রেল সুরক্ষা কমিশনার CRS, এনএফ সার্কেলের শ্রী সুমিত সিংঘল। তিনি মেট্রো রেল পরিচালনার বিভিন্ন ট্র্যাক, টানেল, টানেল ভেন্টিলেশন, ট্রেন, জরুরি প্রতিক্রিয়া বৈশিষ্ট্য ইত্যাদির পুঙ্খানুপুঙ্খ পরিদর্শন করেন। যেকোনও মেট্রো করিডর যাত্রী পরিবহণের জন্য চালু করার পূর্বশর্ত হিসেবে এই পরিদর্শন অত্যন্ত গুরুত্বপূর্ণ। যাত্রী পরিবহণের জন্য কোনও মেট্রো করিডর চালু করার আগে এমন পরিদর্শন আবশ্যিক।
এই পরিদর্শনের সময় শ্রী অনুজ মিত্তল, ব্যবস্থাপনা পরিচালক, কেএমআরসিএল মেট্রো রেলওয়ে ও কেএমআরসিএলের অন্যান্য উচ্চপদস্থ আধিকারিকগণ CRS কে সহায়তা করেন। পরিদর্শন শেষে রেল সুরক্ষা কমিশনার, সম্পূর্ণ অংশটির যাত্রী পরিষেবার জন্য প্রস্তুতি নিয়ে সন্তোষ প্রকাশ করেন। রেল সুরক্ষা কমিশনার এর আনুষ্ঠানিক অনুমোদন প্রাপ্তির পর, সল্টলেক সেক্টর ফাইভ থেকে হাওড়া ময়দান পর্যন্ত ১৬.৫৫ কিমি দীর্ঘ গ্রিন লাইনের সম্পূর্ণ করিডর চালু করার পরিকল্পনা করা হবে।