রাতভর বৃষ্টি, জলমগ্ন কলকাতা,নিউটাউনের অনেক এলাকা

বঙ্গবার্তা ব্যুরো,

গতকাল রাত থেকে একটানা বৃষ্টিতে জলমগ্ন কলকাতার বেশ কিছু এলাকা। আর্মহাস্ট স্ট্রীট, ঠানঠানিয়া , গণেশ চন্দ্র এভিনিউ, পার্ক স্ট্রীট, পার্ক সার্কাস সেন্ট্রাল এভিনিউ, গিরিশ পার্ক সহ একাধিক জায়গায় জল জমে জীবন বিপর্যস্ত।

কোথাও হাঁটু সমান জল রয়েছে। কলকাতা পুর সভার কন্ট্রোল রুম থেকে জল জমে ফোন আসলেই বিস্তারিত জেনে নিয়ে যারা অভিযোগ করছেন তাদের নাম নথিভুক্ত করে সংশ্লিষ্ট বোরোতে সেই তথ্য পাঠিয়ে দিচ্ছেন। সেই মত কলকাতা জুড়ে নিকাশি বিভাগের কর্মীরা রাস্তায় নেমে জল নামনোর কাজ করতে শুরু করেছেন বলে পুর সভার সূত্রের খবর।

বেশ কয়েকটি জায়গায় সাকশন পাইপ দিয়ে জল বের করে দেওয়া হচ্ছে। আবার কোথাও কোথাও ড্রেনেজ হোলের মুখ খুলে জল বার করার চেষ্টা করছেন নিকাশি বিভাগের কর্মীরা। কন্ট্রোল রুমের মাধ্যমে কোথায় গাছ পড়ে রাস্তা আটকে আছে কি না। সেই সব নজরদারি চালানোর কাজ চলছে সর্বক্ষণ। এমন কি কোনো রকম অপ্রীতিকর ঘটনা ঘটলে সঙ্গে সঙ্গে সংশ্লিষ্ট বিভাগের আধিকারিক দের জানিয়ে দেওয়া হচ্ছে কলকাতা পুর সভার কন্ট্রোল রুম থেকে।

নিউটাউনের তথ্য প্রযুক্তি কেন্দ্রের রাস্তায় কোথাও কোথাও জল জমে থাকার খবর পাওয়া মিলেছে। জমা জলে কলকাতার স্বাভাবিক জন জীবন বিপর্যস্ত। তবে এই প্রাকৃতিক দূর্যোগ উপেক্ষা করেই নবান্ন ঘেরাও অভিযানে অনড় এসএসসি বঞ্চিত শিক্ষকরা।

03:54