Published By Subrata Halder, 30 May 2025, 11:45 p.m.
বঙ্গবার্তা ব্যুরো,
ভুল চুক মাফ, সিনেমাটির বক্স অফিস সংগ্রহ দুরন্ত গতিতে এগিচ্ছে। ঢিমে তালে চলা শুরু হলেও ৭ দিনেই প্রায় ৫০ কোটির দোরগোড়ায় পৌঁছে গেছে সিনেমাটি।
ভুল চুক মাফ সিনেমাটি মুক্তির পর প্রথম বৃহস্পতিবার অর্থাৎ সপ্তম দিনে বক্স অফিসে ৩ কোটি ২৫ লাখ টাকা আয় করেছে। ফলে ২৯ মের আয়ের পর এ সিনেমা মোট আয় ৪৪ কোটি টাকা।
রাজকুমার রাও অভিনীত সিনেমা ভুল চুক মাফ সিনেমাটি মুক্তি পেয়েছে যেদিন সেদিন বক্স অফিসে ৭ কোটি টাকা আয় করেছে। দ্বিতীয় দিন সেই আয়ের পরিমাণ বেড়ে হয় ৯ কোটি ৫০ লাখ টাকা। রবিবার আয়ের পরিমাণ বেড়ে দাঁড়ায় ১১ কোটি ৫০ লাখ টাকায়। মুক্তির পর প্রথম সোমবার রাজকুমার রাওয়ের এই সিনেমা ৪ কোটি ৫০ লাখ টাকার ব্যবসা করে। মঙ্গলবার সেটি বেড়ে হয়েছে ৪ কোটি ৭৫ লাখ টাকা।
কিন্তু বুধবার অনেকটাই কমে আয়ের পরিমাণ। ষষ্ঠ দিনে ভুল চুক মাফ বক্স অফিসে ৩ কোটি ৫০ লাখ টাকার ব্যবসা করেছে। এখন ভুল চুক মাফ সিনেমাটির রাতের শোয়েই বেশি দর্শক উপস্থিতি দেখা যাচ্ছে।
ভুল চুক মাফ সিনেমাটি রাজকুমার রাওয়ের আগের সিনেমা অর্থাৎ ‘ভিকি বিদ্যা কা ও ওয়ালা ভিডিওর তুলনায় ভালো আয় করছে বক্স অফিসে। তবে এবার এটাও ঠিক, স্ত্রী ২ সিনেমা যেভাবে বক্স অফিসে ঝড় তুলেছিল, তুমুল ব্যবসা করেছিল সেটা পারেনি। কিন্তু এটি যে চলতি বছরের অন্যতম অবাক করা হিট হতে চলেছে সেটা বোধহয় অনুমেয়।
ভুল চুক মাফ সিনেমাটিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন রাজকুমার রাও এবং ওয়ামিকা গাব্বি। ম্যাডক ফিল্মস সিনেমাটির প্রযোজনা করেছে। কিছুদিন আগে ভারত পাকিস্তানের মধ্যে যে অশান্তির আবহ তৈরি হয়েছিল সেই অবস্থায় সিনেমাটি বড়পর্দার বদলে ওটিটিতে মুক্তির কথা ঘোষণা করা হয়। কিন্তু নির্মাতাদের এ সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে কোর্টের দ্বারস্থ হয় পিভিআর, আইনক্স। এরপর ২৩ মে প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। আর ফলাফল বলেই দিচ্ছে সিদ্ধান্ত সঠিক।