প্রথম দিনেই সাড়া ফেলেছে রাজকুমার রাও এর মালিক ছবি

বঙ্গবার্তা ব্যুরো,

ছবি-‘মালিক’ সিনেমার পোস্টার

বলিউড অভিনেতা রাজকুমার রাও ফিরছেন তার পুরোনো রূপে। তার মালিক সিনেমার জন্য অধীর আগ্রহে অপেক্ষায় ছিলেন অনুরাগীরা। শুক্রবার প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে রাজকুমারের অ্যাকশন থ্রিলার সিনেমা মালিক।

মালিক সিনেমায় রাজকুমার রাও স্বহিমায় হাজির। শুধু অভিনেতা নিজে নন, তার অনুরাগীদেরও এই সিনেমা নিয়ে প্রত্যাশা ব্যাপক।

রাজকুমার রাওয়ের সিনেমা মালিক নির্মাণ করেছেন পুলকিত সম্রাট। সিনেমাটি এরই মধ্যে সমালোচকদের কাছ থেকে দুর্দান্ত প্রতিক্রিয়া পেয়েছে। সবাই রাজকুমারের অভিনয়ের প্রশংসায় পঞ্চমুখ। মালিক সিনেমায় গ্যাংস্টারের ভূমিকায় অভিনয় করেছেন রাজকুমার রাও। এতে তার সঙ্গে মুখ্য ভূমিকায় রয়েছেন মানুষি ছিল্লার।

রাজকুমার রাও ও মানুষি ছাড়াও মালিক সিনেমাটিতে রয়েছেন সৌরভ শুক্লা, হুমা কুরেশি, অংশুমান পুষ্কর এবং স্বানন্দ কিরকিরে।
মালিকের মুক্তির দিনে সংগ্রহের প্রাথমিক পরিসংখ্যান এখন প্রকাশ পেয়েছে। বিনোদন বাণিজ্যের তথ্যদাতা প্রতিষ্ঠান ‘স্যাকনিল্ক’র প্রাথমিক প্রতিবেদন থেকে জানা গেছে, ‘মালিক’ প্রথম দিনে এখনো পর্যন্ত ৩ দশমিক ৩৫ কোটি টাকা বাণিজ্য করেছে।

আশা করা হচ্ছে, ‘মালিক’ সিনেমাটি সপ্তাহ শেষে আরও ব্যাপক আয় করবে। কিন্তু এর সামনে এরই মধ্যে দাঁড়িয়ে আছে ‘হাউজফুল ৫’, ‘সিতারে জামিন পার’, ‘মা’, ‘মেট্রো ইন দিনো’র মতো সিনেমা। তবুও গল্প এবং অভিনয়ের উপর জোর দিয়ে সিনেমাটি কেমন ব্যবসা সেটি দেখার অপেক্ষায় রয়েছেন চলচ্চিত্র বিশ্লেষকরা

22:16