জল্পনার অবসান রাজ্য বিজেপির নতুন সভাপতি পদে সাংসদ শমীক ভট্টাচার্য

বঙ্গবার্তা ব্যুরো,
রাজ্যে বিজেপির নতুন সভাপতি পদে নির্বাচিত হলেন বিজেপির রাজ্য সভার সাংসদ শমীক ভট্টাচার্য্য। আজ বিধাননগরে দলের কার্যালয়ে তার নাম নির্বাচন করেন দলের কেন্দ্রীয় নেতৃত্ব। তিনি বলেন রাজ্যে তৃণমূল কংগ্রেসের অরাজকতার বিরুদ্ধে মানুষ ক্ষুব্ধ তারা পরিবর্তন চাইছেন। সভাপতি হিসেবে তার কাজ হবে রাজ্যে বিজেপির শক্তিকে আরো শক্তিশালী করা।

তবে শমীক ভট্টাচার্যের সভাপতি হবার পাল্টা প্রতিক্রিয়া জানিয়ে মেয়র ফিরহাদ হাকিম বলেন তৃনমূল কে হারানোর স্বপ্ন নতুন সভাপতির পূরণ হবে না। রাজনীতিতে আশা ও প্রত্যাশা করা উভয়ই থাকা ভালো। তবে শমীক ভট্টাচার্য্য নিজেও জানেন যে, তৃণমূল কংগ্রেসকে রাজ্যের শাসন ক্ষমতা থেকে সরানো অসম্ভব। দলের তরফে সভাপতি বদল করলেই তো আর হবে না। তৃণমূল কংগ্রেস যেমন রয়েছে তেমনই থাকবে। আদর্শ ও লক্ষ্য থেকে তাদের সরানো যাবে না। বরং বিজেপি নিজেদের সংগঠনের মধ্যেই সীমাবদ্ধ থাকুক। তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর বাংলার সমস্ত মানুষের আস্থা অক্ষুন্ন থাকবে বলে দাবি করেন ফিরহাদ হাকিম।

23:17