ডায়মন্ডহারবারের বিরুদ্ধে খেলবেন রশিদ,হামিদ

বঙ্গবার্তা ব্যুরো, সন্দীপ সুর

ছবি- ইস্টবেঙ্গল

বুধবার ডায়মন্ডহারবারের বিরুদ্ধে ডুরান্ড কাপের সেমিফাইনাল খেলতে নামছে ইস্টবেঙ্গল। এফ লাল হলুদ থিঙ্ক ট্যাঙ্কের আশা আশাবাদী, বুধবার ডায়মন্ডহারবার এফসি-র বিরুদ্ধে শেষ চারের লড়াইয়ে পাওয়া যাবে প্যালেস্তাইনের মিডফিল্ডারকে।রশিদ এসে গেলে আরও শক্তিশালী হবে লাল হলুদ ব্রিগেড। বুধবার ডায়মন্ডহারবার এফসি-র বিরুদ্ধে ম্যাচে হামিদকে পাওয়া যাবে কিনা তা এখনও নিশ্চিত করে বলা যাচ্ছে না।

এদিকে জাতীয় দলের শিবিরে তিন ফুটবলারকে ছাড়ছে না ইস্টবেঙ্গলও।ডুরান্ডের জন্য ইস্টবেঙ্গল জাতীয় শিবিরে ছাড়ছে না আনোয়ার আলি,নাওরেম মাহেশ সিং ও জিকসন সিংকে। ফলে এই দুই দলকে চাপ দিতে গেলে সেই ক্লাব জোটে সামিল হয়ে যেতে পারে কলকাতার দুই ক্লাবও। দুই প্রধানের ফুটবলারদের না পাওয়ায় বিকল্প ফুটবলারদের ডাকতে হচ্ছে খালিদ জামিলকে।

এদিকে কলকাতা লিগে উয়াড়ির বিরুদ্ধে ১-২ গোলে হেরে গেল মহমেডান।নৈহাটি স্টেডিয়ামে এ দিন মহমেডানের সেই আগ্রাসনই দেখা যায়নি। গোটা ম্যাচেই অগোছালো ফুটবল খেলেছে। কোনও পরিকল্পনা ছিল না দলের খেলায়। খেলোয়াড়েরাও একে অপরের দায়িত্ব ঠিক করে বুঝতে পারছিলেন না। লিগ টেবলে নীচের দিকে থাকা উয়াড়ির বিরুদ্ধে তিন পয়েন্ট তো দূরের কথা ১ পয়েন্টও পেল না সাদা কালো।৯ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে ১০ নম্বরে আছে মহমেডান। ৯ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে ৯ নম্বরে উয়াড়ি। ম্যাচ শেষে হতাশ মহমেডান সমর্থকরা। প্রথমার্ধেই উয়াড়িকে এগিয়ে দেন সাকির আলি।

দ্বিতীয়ার্ধের শুরুতেই ২-০ গোলে এগিয়ে যায় উয়াড়ি। গোলদাতা রাকেশ কাপুরিয়া। তবে ৭৫ মিনিট পর আদিসন সিংয়ের গোলে ব্যবধান কমিয়ে খেলায় ফেরে সাদা-কালো। এই ম্যাচ হারায় অবনমন আতঙ্ক কাটল না সাদা কালো ব্রিগেডের।

06:12