Upload By K. Halder at 22th April 2025, 05:45PM
বঙ্গবার্তা ব্যুরো,
বয়স দশ পেরোলেই এখন ব্যাঙ্কের চোখে সে সাবালক।কারণ ব্যাঙ্কে এখন দশ বছরের যে কেউ চাইলে নিজেই তার অ্যকাউন্ট পরিচালনা করতে পারবে। সেভিংস অ্যাকাউন্ট বা টার্ম ডিপোজিট সব ধরণের অ্যাকাউন্টের ক্ষেত্রেই এই সুবিধা পাওয়া যাবে। রিজার্ভ ব্যাংকের এক নির্দেশিকায় নতুন নিয়েমের কথা জানানো হয়েছে। ১লা জুলাই থেকে নতুন নিয়ম কার্যকর হবে।
রিজার্ভ ব্যাঙ্ক জানিয়েছে যে কোনও বাণিজ্যিক ব্যাঙ্ক বা সমবায় ব্যাঙ্কে এই সুবিধা পাওয়া যাবে। এরফলে ছোটরা এখন থেকে অনেক বেশি দায়িত্বশীল হবে, আর্থিক লেনদেনে বিশেষ করে অনলাই্নে কাজ করায় অভ্যস্ত হয়ে যাবে।
এতদিন ছোটরা তাদের অভিভাবকদের সঙ্গে অ্যকাউন্ট পরিচালনা করতে পারত। এখন বয়স দশ পেরোলেই ইচ্ছে করলে নিজেরাই অ্যাকাউন্ট সামলাতে পারবে। তবে এ বিষয়ে ব্যাঙ্ক গুলিকে নিয়ম তৈরি করতে বলেছে রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া। নির্দেশিকায় বলা হয়েছে এই অ্যাকাউন্টগুলি কোনোরকম ওভারড্রাফটের সুবিধে পাবে না। ব্যাঙ্ক কর্তৃপক্ষকে অ্যাকাউন্টের ঝুঁকি সম্পর্কেও ভালভাবে বুঝিয়ে দিতে হবে।