বঙ্গবার্তা ব্যুরো,
শনিবারই কেন্দ্রীয় বাজেটে কর ছাড়ের ঘোষণার পর এবার বড় ঘোষণা করল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া।মুদ্রানীতি কমিটির বৈঠকের পর রেপো রেট কমানোর সিদ্ধান্তের কথা জানাল কেন্দ্রীয় ব্যাঙ্ক।এতদিন আরবিআইয়ের রেপো রেট ছিল ৬.৫০ শতাংশ। এবার ২৫ বেসিক পয়েন্ট কমে রেপো রেট হল ৬.২৫ শতাংশ। আর রেপো রেট কমার ফলে কিছুটা হলেও স্বস্তিতে সাধারণ মানুষ থেকে চাকুরিজীবীরা। এর ফলে কম হতে পারে ইএমআইয়ের বোঝা।সস্তা হবে গাড়ি, বাড়ি ও পার্সোনাল লোনও।
দীর্ঘ ৫ বছর পর কম হল রেপো রেট।হিসেব অনুযায়ী অতিমারীর পর এই প্রথম রেপো রেট কমাল রিজার্ভ ব্যাঙ্ক।২০২০ সালের মে ও ২০২২ সালের এপ্রিল মাসের মধ্যবর্তী সময়ে ৪ শতাংশই রেপো রেট রেখেছিল কেন্দ্রীয় ব্যাঙ্ক।এরপর থেকে ক্রমশ বাড়তেই থাকে রেপো রেট। ২০২৩ এর ফেব্রুয়ারিতে তা বেড়ে দাঁড়ায় ৬.৫ শতাংশে।তারপর থেকে একই ছিল রেপো রেট। অবশেষে নতুন অর্থবর্ষে তা কমে দাঁড়াল ৬.২৫ শতাংশে।
প্রসঙ্গত, যে হারে রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া ব্যাঙ্কগুলোকে ঋণ দেয়, তাকে রেপো রেট বলে।আর যে হারে রিজার্ভ ব্যাঙ্ক অন্য ব্যাঙ্ক থেকে ঋণ নেয়,তাকে রিভার্স রেপো রেট বলে।বিশেষজ্ঞরা আশা করছেন এর ফলে বেশ খানিকটা হলেও চাঙ্গা হবে বাজার। আখেরে ঘুরে দাঁড়াতে পারবে ভারতের অর্থনীতি।
রেপো রেট কমাল রিজার্ভ ব্যাঙ্ক, স্বস্তি মিলবে সাধারণ মানুষের
![](https://bangobarta.com/wp-content/uploads/2025/02/WhatsApp-Image-2025-02-07-at-3.53.48-PM.jpeg)