ট্রাম্পের শুল্ক যুদ্ধের মোকাবিলা শুরু, রেপো রেট কমাল রিজার্ভ ব্যাঙ্ক

RBI Repo Rate Cut 2025

Upload By K. Halder at 9th March 2025, 11:56 AM

বঙ্গবার্তা ব্যুরো,
২৫ বেসিস পয়েন্ট রেপো রেট কমানো হল। বুধবার রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়ার গভর্নর সঞ্জয় মালহোত্রা একথা জানিয়েছেন । আর বি আই এর মানিটরি পলিসি কমিটি সর্বসম্মত ভাবে এই সিদ্ধান্ত নিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক নীতির মোকাবিলা করার জন্য দেশের অভ্যন্তরীণ বাজারে স্থিতাবস্থা বজায় রাখতেই রেপো রেট কমানো হল। এতদিন রেপোরেট ছিল ৬.২৫ শতাংশ, এখন তা কমে হল ছয় শতাংশ।


আর বি আই এর আশা এই সিদ্ধান্তের ফলে দেশের অভ্যন্তরীণ বাজারে সব কিছুর চাহিদা বজায় থাকবে। হোম লোন থেকে শুরু করে সব কিছুরই সুদের হার কিছুটা কমবে। ফলে বাজারে চাহিদা বাড়বে। বাজার সচল থাকলে অর্থনীতিও ঠিক ভাবে চলবে।


রেপো রেট মানে হল রিজার্ভ ব্যাংক বাণিজ্যিক ব্যাঙ্কগুলিকে যে ঋণ দেয় তার সুদের হার। ব্যাংকগুলিকে কম সুদ দিতে হলে তাদের গ্রাহকদেরও কম সুদ দিতে হবে । ফলে বাজারে চাহিদা তৈরি হবে। বাজারে চাহিদা থাকলে উৎপাদন ক্ষেত্রও চাঙ্গা হবে। ফলে দেশের অভ্যন্তরীন অর্থনৈতিক চক্র সচল থাকবে। রিজার্ভব্যাঙ্ক সঠিক সিদ্ধান্ত নিয়েছে বলে মনে করছে দেশের অর্থনৈতিক মহল।

22:25