রেকর্ড অধরাই থাকল, গিলকে উপহার ও প্রশংসায় ভরালেন গাভাসকর

বঙ্গবার্তা ব্যুরো. সন্দীপ সুর

ছবি- সোশ্যাল মিডিয়া

ভারতীয় ব্য়াটার হিসেবে একটি টেস্ট সিরিজে সর্বাধিক রানের নজিরে গাভাসকরকে অল্পের জন্য ছুঁতে পারেননি গিল ৷ ১৯৭১ সালে ওয়েস্ট ইন্ডিজ সফরে অভিষেক টেস্ট সিরিজে সানির ব্যাটে এসেছিল ৭৭৪ রান ৷ অর্থাৎ, ভারতীয় হিসেবে সর্বকালের নজির থেকে চলতি সফরে ২০ রান দূরে থেমে গিয়েছেন গিল ৷

লিটল মাস্টারের রেকর্ডের থেকে ২১ রান দূরে থমকে গিয়েছেন গিল। ভারত অধিনায়ক কিংবদন্তিকে ছাপিয়ে যেতে না পারলেও সুনীল মনোহর গাভাসকর তাঁর হাতে তুলে দিয়েছেন অমূল্য সম্পদ। অগ্রজ সানি অনুজ অধিনায়ককে বলেন, ”এটা ছোট্ট একটা উপহার তোমার জন্য। শার্টে রয়েছে আমার সই। এটা কেউ আমার জন্য বানিয়েছিল। আমি সেটাই তোমাকে দিলাম। তোমার গায়ে লাগবে কিনা জানা নেই। এর সঙ্গে একটা টুপিও দিলাম। যেটা আমি খুব কম লোককেই দিয়ে থাকি। এই টুপিতেও রয়েছে আমার সই।

গাভাসকরের দীর্ঘদিনের রেকর্ড ভাঙতে পারেননি, তবে তাঁর ধারাবাহিকতা ও পারফরম্যান্স নিঃসন্দেহে অনবদ্য ছিল। এই অনবদ্য প্রচেষ্টার জন্য গাভাসকর তাঁকে ব্যাগ ভর্তি বিশেষ উপহার দিয়েছেন। উপহার পেয়ে খুশিতে আত্মহারা শুভমান গিল।

একইসঙ্গে গাভাসকর বলেন, “কারও রেকর্ড কেউ ভাঙতে পারবে কি না তা ঈশ্বরের হাতে। কিন্তু একটা কথা বলতে পারি, শুভমনের ৭৫৪ রান কোনও অংশে কম নয়। এমনকি, ওর এই পারফরম্যান্স আমার থেকেও ভাল। কারণ, ওকে অধিনায়কত্বের চাপও সামলাতে হয়েছে।”