বঙ্গবার্তা ব্যুরো,
পর পর তিনবার। আগুন লাগার ঘটনা যেন থামছেই না মহাকুম্ভে। শুক্রবারও মহাকুম্ভে আগুন লাগার ঘটনা ঘটে। দমকল দ্রুততার সঙ্গে সেই আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে । আগুন লাগার ঘটনায় পুণার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।তবে কোনও হতাহতের খবর পাওয়া যায় নি।
মহাকুম্ভের সেক্টর ১৮র শঙ্করাচার্য মার্গের কাছে হরিহরনন্দ শিবিরে আগুন লাগে। দমকল প্রথমেই আগুন যাতে ছড়িয়ে না পড়ে সেদিকে নজর দেয়।এবারের মহকুম্ভে প্রথম আগুন লাগার ঘটনা ঘটে ১৯ জানুয়ারি। ১৯ নম্বর সেক্টরে আগুন লাগে। পুড়ে যায় ৫০টি শিবির। পরের আগুন লাগে ৩০ জানুয়ারি। সেদিন সেকটর ২২ এ।পুড়ে যায় ১৫টি শিবির। তারপর শুক্রবার সাত ফেব্রুয়ারি ফের আগুন লাগার ঘটনা জানা গেল। তবে এই তিন অগ্নিকাণ্ডের ঘটনাতেই কোনও হতাহতের খবর পাওয়া যায় নি।
এদিকে মহাকুম্ভের মতো এত বড় মেলায় প্রথমে আগুন লাগার ঘটনায় প্রশ্নের মুখে পড়ে যোগী প্রশাসন। যদিও তাদের দাবি আগুন লাগলেও তা দ্রুততার সঙ্গে নিয়ন্ত্রণে আনা হয়েছে।শুধু আগুন লাগাই নয় এবার মহাকুম্ভে বড় বিপর্যয় ঘটে যায় ২৯ জানুয়ারি। মৌনী অমাবস্যার পুণ্য স্নানের দিন পদষ্টের ঘটনা ঘটে। মারা যান কমপক্ষে ৩০ জন। আহতের সংখ্যা ৯০এর বেশি। এই ঘটনায় দেশ জুড়ে তোলপাড় শুরু হয়। উত্তাল হয়ে ওঠে সংসদের দুই কক্ষ। যদিও বিজেপি সাংসদ হেমা মালিনি এই ঘটনাকে ছো্ট ঘটনা বলে দাবি করেন। এই মন্তব্যের জেরে বিরোধী শিবিরের কটাক্ষের মুখেও পড়তে হয় মথুরার এই বিজেপি সাংসদকে।