ডুরান্ড কাপে নকআউট নিশ্চিত লাল হলুদের

বঙ্গবার্তা ব্যুরো,সন্দীপ সুর

ছবি- সোশ্যাল মিডিয়া

নামধারীকে হারিয়ে ডুরান্ড কাপে নকআউট নিশ্চিত হয়ে গেল ইস্টবেঙ্গলের। খেলার ফল ১-০। বিরতিতে যাওয়ার আগে ইস্টবেঙ্গলের আরও দু’টো পোস্টে লাগে। প্রথমার্ধে স্কোরলাইন থাকে গোলশূন্য। দ্বিতীয়ার্ধের শুরু থেকে গোলের জন্য মরিয়া হয়ে ওঠে মশাল বাহিনী। গোলের জন্য অপেক্ষা করতে হল ম্যাচের ৬৮ মিনিট পর্যন্ত। ম্যাচের একমাত্র গোলটি করলেন মরক্কোর জাতীয় দলের ফুটবলার হামিদ আহদাদ।

বুধবার রক্ষণে চার ভারতীয় ডিফেন্ডারের পাশাপাশি মাঝমাঠে সল ক্রেসপো, মহম্মদ রাশিদ ও মিগুয়েল ফিগুয়েরা – এই তিন বিদেশিকেই শুরু থেকে খেলান লাল-হলুদ কোচ।যদিও এদিন দল নিয়ে একাধিক পরীক্ষা-নিরীক্ষা করলেন অস্কার।

এদিকে, ক্লাব জোট ও এআইএফএফ-এর বৈঠকে যোগ দিচ্ছে না মোহনবাগান সুপার জায়ান্ট
এআইএফএফ ও আইএসএল ক্লাবগুলির সিইওদের বৈঠকে অংশ না নেওয়ার সম্ভাবনা প্রবল মোহন বাগান সুপার জায়ান্টের। বাকি সব আইএসএল ক্লাবের প্রতিনিধিরা উপস্থিত থাকলেও, মোহন বাগান এই বৈঠক থেকে নিজেদের দূরে রাখছে।সূত্র মারফৎ জানা যাচ্ছে “যেহেতু এই মুহূর্তে বিষয়টি একটি অচলাবস্থায় রয়েছে। সমাধান একমাত্র সুপ্রিম কোর্টের রায়ের পরই আসতে পারে। এই পরিস্থিতিতে মোহনবাগান সুপার জায়ান্ট ম্যানেজমেন্ট কোনও আলোচনা করা কার্যত অর্থহীন বলে মনে করছে।”

মঙ্গলবার মোহনবাগান শিবিরে একটি ইন্ট্রা-স্কোয়াড টুর্নামেন্ট আয়োজন করা হয়েছিল। সেইসময় গ্লেন মার্টিন্সের সঙ্গে এই ভারতীয় মিডফিল্ডারের ধাক্কাধাক্কি হয় আপুইয়ার। আর এই ধাক্কাধাক্কির কারণেই আপুইয়ার বাঁ-হাঁটুতে চোট লাগে। খোঁড়াতে-খোঁড়াতে মাঠ ছাড়েন তিনি। মোহনবাগান সুপার জায়ান্ট দলের চিকিৎসকরা ইতিমধ্যে আপুইয়ার চোট পর্যবেক্ষণ করেছেন।