শপথ নিলেন দিল্লির নতুন মুখ্যমন্ত্রী রেখা গুপ্ত


বঙ্গবার্তা ব্যুরো,
২৭ বছর পর বিজেপির দখলে এল দিল্লি। দিল্লির মুখ্যমন্ত্রী হিসেবে বিজেপি বুধবারই রেখা গুপ্তের নাম ঘোষণা করে দেয়। বৃহস্পতিবার বেলা বারোটায় নির্দিষ্ট সময় মেনেই শপথ গ্রহণ অনুষ্ঠান হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ এবং এন ডি এ জোটের একাধিক নেতা শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। মুখ্যমন্ত্রী হিসেবে রেখা গুপ্ত শপথ নেওয়ার সঙ্গে তাঁর মন্ত্রিসভার ছয় মন্ত্রীও শপথ নেন।
রেখা গুপ্ত দিল্লির চতুর্থ মহিলা মুখ্যমন্ত্রী। এর আগে সুষমা স্বরাজ, শীলা দীক্ষিত এবং আতিশী মর্লেন দিল্লির মুখ্যমন্ত্রী পদে বসেছেন। রেখা গুপ্তকে মুখ্যমন্ত্রী করার সঙ্গে সঙ্গে বিজেপি সারা দেশে মহিলাদের এগিয়ে আনার বার্তা দিল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সব সময়ই মহিলাদের সার্বিক উন্নয়নের কথা বলেন। সে দিক থেকে রেখা গুপ্তকে মুখ্যমন্ত্রীর পদে বসিয়ে সেই বার্তাই দিলেন তিনি। এর পাশাপাশি দিল্লির মুখ্যমন্ত্রী পদের দাবিদার অনেকেই ছিলেন। বিজেপি সে কথা মাথায় রেখেই এক মহিলাকে সামনে এনে দলের মধ্যে চেয়ার নিয়ে দ্বন্দ্বের সমাধান করে দিল বলেই মনে করা হচ্ছে। এদিন রেখা গুপ্তের সঙ্গে প্রবেশ বর্মা, কপিল মিশ্রা, পঙ্কজ সিং , আশিস সুদ, মনজিন্দর সিং সিরসা এবং রবীন্দ্র সিং মন্ত্রী হিসেবে শপথ নেন। ছয় মন্ত্রী শপথ নিলেও তাঁদের দফতর এখনও বন্টন করা হয়নি।