মেধা তালিকায় ধর্মের উল্লেখ সংশোধন করা হবে জানালেন উপাচার্য

Religion Mention in Merit List Burdwan University

Upload By K. Halder at 23th April 2025, 05:50 PM

বঙ্গবার্তা ব্যুরো,
সকলেই হতবাক। গবেষণা যারা করবেন তাদের প্রাথমিক তালিকায় নামের পাশে রয়েছে ধর্মের উল্লেখ। এই ঘটনা বর্ধমান বিশ্ববিদ্যালয়ের । সেখানে পি এইচ ডি কোর্সে ভর্তির জন্য প্রাথমিক মেধা তালিকা প্রকাশ করা হয়। সেই তালিকায় প্রার্থীদের নামের পাশে তাদের ধর্মেরও উল্লেখ করা হয়েছে। তাই নিয়েই শুরু হয়েছে বিতর্ক।


এতদিন কোন মেধা তালিকায় যারা যোগ্য বলে বিবেচিত হন তাদের নামের পাশে কখনও ধর্মের উল্লেখ করা হত না। বর্ধমান বিশ্ববিদ্যালয়ের এই ঘটনায় প্রশ্ন উঠতে শুরু করেছে এবার কি তাহলে শিক্ষা ক্ষেত্রেও ধর্ম ঢুকে পড়লো।


বিষয়টা নিয়ে বিতর্ক ছড়াতেই তার সাফাই দেওয়ার চেষ্টা করেছেন উপাচার্য। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শঙ্করকুমার নাথ লিখেছেন বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে এ রকম কোনও নির্দেশ দেওয়া হয় নি। বিশ্ববিদ্যাল্যয়ে পড়াশোনার সঙ্গে বা মেধা তালিকার সঙ্গে ধর্মের কোনও যোগ নেই।
তিনি জানিয়েছেন তালিকা কম্পিউটারে প্রস্তুত করা হয়। কোনও ভাবে সেখানে হয়ত ধর্মের কলম ছিল, তাই তা নামের পাশে জুড়ে গেছে। বিষয়টি সংশোধন করা হবে বলেও তিনি আশ্বাস দিয়েছেন।

23:54