বিশ্বকাপের দলে রিচা ঘোষ, কারা থাকছেন ভারতীয় স্কোয়াডে

বঙ্গবার্তা ব্যুরো, সন্দীপ সুর

ছবি- বিসিসিআই ফেসবুক পেজ

এশিয়া কাপের মতোই মহিলা বিশ্বকাপের জন্য ভারতীয় দল ঘোষণা হয়ে হল । বিশ্বকাপ মহিলা দলের অধিনায়ক হয়েছেন হরমনপ্রীত কৌর। দলে সুযোগ পেলেন না শেফালি ভর্মা। আন্তর্জাতিক ক্রিকেটে পরীক্ষিতদেরই রাখা হয়েছে। তবে শেফালিকে স্ট্যান্ডবাই হিসাবেও না রাখা নিয়ে প্রশ্ন উঠেছে। চোট সারিয়ে ভারতীয় দলে ফিরেছেন জোরে বোলার রেণুকা সিং। মহিলাদের আইপিএল খেলার সময় কুঁচকিতে চোট পান তিনি। বাংলা থেকে দলে রয়েছেন রিচা ঘোষ।

বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন ম্যাচের এক দিনের সিরিজেও একই দল খেলবে।
৩০ সেপ্টেম্বর থেকে ২ নভেম্বর পর্যন্ত ভারত ও শ্রীলঙ্কার মাটিতে চলবে মহিলাদের বিশ্বকাপের আসর। ১২ বছর পর ভারতের মাটিতে ফিরতে চলেছে এই মেগা টুর্নামেন্ট। দেশের মোট পাঁচটি স্টেডিয়াম ও শ্রীলঙ্কার একটি স্টেডিয়ামে ম্যাচগুলি হবে। ভারতের প্রথম ম্যাচ ৩০ সেপ্টেম্বর। বেঙ্গালুরুতে ভারতীয় দলের প্রতিপক্ষ শ্রীলঙ্কা।৫ অক্টোবর পাকিস্তানের মুখোমুখি হবেন তাঁরা।

দল প্রসঙ্গে অধিনায়ক হরমনপ্রীত জানিয়েছেন, “আমাদের দলে যথেষ্ট ভারসাম্য রয়েছে। ইংল্যান্ড সিরিজেও মোটামুটি এই দলটাই ছিল।” মহিলা দলের প্রধান নির্বাচক নীতু ডেভিডের বক্তব্য, “এই দলটা আমরা দীর্ঘদিন ধরে তৈরি করেছি। আমরা বেশি পরীক্ষানিরীক্ষা করতে চাইনি।”

মহিলা বিশ্বকাপের জন্য ভারতীয় দল:‌ হরমনপ্রীত কৌর (‌অধিনায়ক)‌, স্মৃতি মান্ধানা (‌সহ অধিনায়ক)‌, প্রতিকা রাওয়াল, হারলিন দেওল, দীপ্তি শর্মা, জেমাইমা রডরিগেজ, রেণুকা সিং ঠাকুর, অরুন্ধতী রেড্ডি, রিচা ঘোষ (‌উইকেটকিপার)‌, ক্রান্তি গৌড়, আমনজ্যোত কৌর, রাধা যাদব, শ্রী চরণী, যস্তিকা ভাটিয়া (‌উইকেটকিপার)‌, স্নেহ রানা। রিজার্ভে আছেন তেজল হাসবনিস, প্রেমা রাওয়াল, প্রিয়া মিশ্র, ঊমা ছেত্রী, মিন্নু মানি, সায়লি সাতঘড়ে।