সরছেন রজার বিনি,ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের নতুন সভাপতি হচ্ছেন রাজীব শুক্লা

Published By Subrata Halder, 02 June 2025, 05:05 p.m.

বঙ্গবার্তা ব্যুরো,
বোর্ডের বার্ষিক সাধারণ সভার মাস কয়েক আগে আচমকা রদবদল হতে চলেছে। বিসিসিআইয়ের সভাপতি পদে দায়িত্ব নিতে চলেছেন রাজীব শুক্লা। এই মুহূর্তে বোর্ড সভাপতির পদে আছেন রজার বিনি। আর রাজীব শুক্লা সামলাচ্ছেন সহ সভাপতি । কিন্তু হঠাৎ কী হল যে, বোর্ডে রদবদলের সম্ভাবনা জরুরী হয়ে উঠলো? প্রশ্ন উঠলেও, বোর্ডের নিয়ম অনুযায়ী ১৯ শে জুলাই ৭০ বছরে পা দিতে চলেছেন রজার বিনি। বোর্ডের নিয়ম অনুযায়ী, ৭০ বছরের পর আর সভাপতি পদে থাকা যায় না। সেই কারণেই সরে যেতে হবে ১৯৮৩ র বিশ্বকাপজয়ী সদস্যকে। এদিকে সেপ্টেম্বর মাসেই বোর্ডের বার্ষিক সাধারণ সভা। তখনও রদবদল আসার সম্ভাবনা রয়েছে। সংবাদমাধ্যম সূত্রের খবর, রজার বিনি দায়িত্ব ছাড়ার পর থেকে বোর্ডের বার্ষিক সাধারণ সভা পর্যন্ত, এই আড়াই মাস কার্যকরী সভাপতি হিসেবে দায়িত্ব সামলাবেন রাজীব শুক্লা। তবে এখনও এই বিষয়ে কোনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। বিকল্প কোনও নামও উঠে আসতে পারে বলে জল্পনা রয়েছে।
২০২২ সালে বোর্ডের সভাপতি হন রজার বিনি। তার আগে এই দায়িত্বে ছিলেন প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। বিনি সভাপতি থাকাকালীন ভারত টি-টোয়েন্টি বিশ্বকাপ ও চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে। তাছাড়া ঘরোয়া ক্রিকেটের উন্নতির জন্যও একাধিক সিদ্ধান্ত নিয়েছেন । দেশের হয়ে ২৭টি টেস্ট খেলেছেন বিনি। ৮৩০ রানের পাশাপাশি ৪৭টি উইকেট পেয়েছেন। ৭২টি ওয়ানডেতে তাঁর উইকেট সংখ্যা ৭৭। ১৯৮৩-র বিশ্বকাপে ১৮টি উইকেট নিয়ে দেশের সর্বোচ্চ উইকেটশিকারী ছিলেন।
অন্যদিকে রাজীব শুক্লা সহ-সভাপতি পদে আছেন ২০২০ সাল থেকে। এর আগে উত্তরপ্রদেশের ক্রিকেট সংস্থার সচিব ও আইপিএলের চেয়ারম্যান পদেও ছিলেন। সেপ্টেম্বরে বোর্ডের বার্ষিক সাধারণ সভায় স্থায়ী সভাপতি কে হবেন সেটাই দেখার।