বঙ্গবার্তা ব্যুরো,সন্দীপ সুর
ছবি- সোশ্যাল মিডিয়া
উত্তরপ্রদেশে জন্ম হলেও ছোট থেকেই মুম্বইয়ের হয়ে ক্রিকেট খেলেছেন যশস্বী জয়সওয়াল। ২০১৯ সালে অভিষেক ঘটে তার। এখনও পর্যন্ত প্রথম শ্রেণির ক্রিকেটে ৪৩ ম্যাচ খেলে করেছেন ৪২৩৩ রান। কিন্তু গত মরশুম শেষেই যশস্বীর দল বদলের কথা শোনা গিয়েছিল। মুম্বইয়ের সঙ্গে সম্পর্ক ছিন্ন হয়েছে যশস্বীর।
আগামী মরশুমে তাকে খেলতে দেখা যাবে গোয়ার হয়ে। এমনকি যশস্বীর পথ ধরে সূর্যকুমার যাদবও গোয়ার দিকে পা বাড়িয়েছেন বলে খবর শোনা যায়। এমসিএ থেকে নো অবজেকশন সার্টিফিকেট চেয়ে আবেদনও করে ফেলেন যশস্বী। তাঁর আবেদনে সাড়া দিয়ে নো অবজেকশন সার্টিফিকেট ইস্যুও করে দেয় এমসিএ। রোহিত এবং আরও কয়েকজন তারকা ক্রিকেটারের সঙ্গে আলোচনার পর নিজের মুম্বই ছাড়ার সিদ্ধান্ত ফিরিয়ে নেন যশস্বী।
মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশনকে মেইল করে ‘নো অবজেকশন’ সার্টিফিকেট প্রত্যাহার করার অনুরোধ জানান।
এই প্রসঙ্গে এক সাক্ষাৎকারে অজিঙ্ক নায়ক বলেন, ‘রোহিত শর্মা যশস্বীকে বলেছিলেন ক্রিকেট কেরিয়ারের এমন পর্যায়ে মুম্বইতেই থাকতে। ৪২বার রঞ্জি ট্রফি জিতেছে মুম্বই। তাই ঘরোয়া ক্রিকেটে মুম্বইয়ের হয়ে খেলা কতটা সম্মান ও গর্বের, সেটা বোঝান রোহিত। শুধু তাই নয়, এই টিমের হয়ে খেলেই ভারতীয় দলে জায়গা পেয়েছেন যশস্বী, সেটাও মনে করিয়ে দেন রোহিত। অবশেষে বরফ গলে, পুরানো দলেই থাকছেন তরুণ ক্রিকেটার।
জাতীয় দলে যশস্বীর ওপেনিং পার্টনার রোহিত। তাই ভারত অধিনায়কের সঙ্গে মাঠে এবং মাঠের বাইরে সুসম্পর্ক গড়ে উঠেছে তাঁর। সম্প্রতি ওভালে পঞ্চম টেস্টের তৃতীয় দিনের খেলা দেখতে হাজির ছিলেন রোহিত। সেদিন শতরান করেন যশস্বী।