বঙ্গবার্তা ব্যুরো,সন্দীপ সুর
ছবি- সোশ্যাল মিডিয়া
এখনই বিরাট কোহলি ও রোহিত শর্মাকে ভারতীয় দলের জার্সিতে দেখা যাবে না। কারণ ভারতের সামনে কোনও ওডিআই ম্যাচ নেই। শ্রীলঙ্কা সফরে গেলে তিনটি ওয়ানডে খেলত ভারত। সেখানেই কামব্যাক হত বিরাট রোহিতের। কিন্তু বাংলাদেশ সফরের পর শ্রীলঙ্কা সফরও বাতিল হয়ে গেল। ফলে আপাতত মাসদুয়েকের জন্য আন্তর্জাতিক ক্রিকেটে খেলতে দেখা যাবে না ভারতীয় ক্রিকেটের দুই মহারথীকে। এশিয়া কাপ যেহেতু টি-২০ ফরম্যাটে খেলা হবে, তাই সেই দলে কোহলি রোহিত থাকতে পারবেন না।
টেস্ট এবং টি টোয়েন্টি থেকে অবসর নিলেও এখন পর্যন্ত ওডিআই ফর্ম্যাটে রয়েছেন দুই তারকা ক্রিকেটারই। সামনেই রয়েছে ২০২৭ বিশ্বকাপ। সেই প্রতিযোগিতায় নামার লক্ষ্য নিয়েই আপাতত ওডিআই ফর্ম্যাটেই শুধু ফোকাস করতে চান রোহিত শর্মা এবং বিরাট কোহলি। যদিও তাদের টেস্ট ফর্ম্যাট থেকে অবসর নেওয়া নিয়ে অবশ্য জল্পনা কম হয়নি।
ভারত-ইংল্যান্ড সিরিজ চলাকালীন লর্ডসে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন রাজীব শুক্লা। বোর্ডের সহ সভাপতি জানান, একদিনের সিরিজের জন্য দু’জনকেই পাওয়া যাবে।
ইংল্যান্ড সফর থেকে চোট পেয়ে ফিরেছেন করুণ নায়ার। ব্যাট করতে নেমে আচমকা লাফিয়ে ওঠা বলে আঙুলে হালকা চোট পেয়েছিলেন নায়ার। যদিও চোট লাগার পর তাঁর মুখে যন্ত্রণার ছাপ ছিল স্পষ্ট। প্রাথমিক শুশ্রুষার পর তিনি ব্যাটও করেন। তবে বেশিক্ষণ টিকতে পারেননি।
এদিকে, টেস্ট সিরিজ চলাকালীনই নায়ার বিদর্ভ ছেড়ে নিজ রাজ্য কর্নাটকের হয়ে খেলার সিদ্ধান্ত নিয়েছেন। তিন বছর তিনি খেলেছিলেন বিদর্ভের হয়ে। ২০২৪–২৫ মরসুমে বিদর্ভ রনজি চ্যাম্পিয়ন হয়েছিল। জয়ের পিছনে বড় ভূমিকা ছিল করুণ নায়ারের। করেছিলেন ৮৬৩ রান

