রোহিতের ফিটনেস টেস্টের রিপোর্ট প্রকাশ

বঙ্গবার্তা ব্যুরো, সন্দীপ সুর-

ফিটনেস টেস্টে পাস করলেন রোহিত শর্মা। বিসিসিআই আয়োজিত ফিটনেস টেস্টে অংশ নিতে হয়েছিল রোহিত শর্মাকে। কেবল স্ট্যান্ডার্ড ইয়ো-ইয়ো পরীক্ষাই নয়, একটি ডিএক্সএ স্ক্যানও করা হয়, দুটিতেই পাস মার্ক পেয়েছেন হিটম্যান। রোহিত কিন্তু বুঝিয়ে দিয়েছেন তাঁর ফিটনেসে কোনও খামতি নেই।

প্রসঙ্গত, গত ৩০ ও ৩১ অগস্ট বেঙ্গালুরুর সেন্টার অফ এক্সেলেন্সে আয়োজিত হয় এই ফিটনেস পরীক্ষা। দীর্ঘদিন ধরে দলের খেলোয়াড়দের জন্য ‘ইয়ো-ইয়ো টেস্ট’ (চালু থাকলেও সম্প্রতি তার সঙ্গে যুক্ত হয়েছে আরও কঠিন ‘ব্রঙ্কো টেস্ট’। একটি সর্ব ভারতীয় ইংরেজি সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুসারে, সেই ফিটনেস পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ হয়েছেন একদিনের ক্রিকেটে ভারতীয় দলের অধিনায়ক।

এই টেস্টের যে রিপোর্ড কার্ডে দেখা যাচ্ছে শুধু পাস নয়, ফিটনেস আর দৌড়ের নিরিখে রোহিত শর্মা সসম্মানে উত্তীর্ণ হয়েছেন। কুড়িয়েছেন প্রশংসা। এমনকি পারফরম্যান্স দেখে ট্রেনিং স্টাফেরাও চমকে গিয়েছেন!
তবে রোহিতদের ক্ষেত্রে ব্রাঙ্কো টেস্ট হয়েছে কিনা তা এখনই বলা যাচ্ছে না। কারণ সে ব্যাপারে এখনও কিছুই জানানো হয়নি। তবে সূত্রের খবর ইয়ো ইয়ো টেস্টে অংশ নিয়েছেন রোহিতরা। আর তাতে শুধু রোহিত নন পাশ করেছেন শুভমন গিল, জিতেশ শর্মা, জসপ্রীত বুমরারা।

আপাতত কোনও খেলা না থাকলেও নভেম্বরে অস্ট্রেলিয়ায় এক দিনের সিরিজ খেলতে যাবে ভারত। সেখানে খেলার কথা রোহিতের। তার আগে সেপ্টেম্বর মাসে অস্ট্রেলিয়া ‘এ’ দলের বিরুদ্ধে ভারত ‘এ’ দলের হয়ে তিনটি এক দিনের ম্যাচেও খেলতে পারেন তিনি।