বঙ্গবার্তা ব্যুরো, সন্দীপ সুর :
ছবি- সোশ্যাল মিডিয়া
ইংল্যান্ড সফর শেষ হলেই আগামী মাসে বাংলাদেশ সফর রয়েছে ভারতীয় দলের, সেই সফরে টি-টোয়েন্টি এবং একদিনের ম্যাচ খেলার কথা টিম ইন্ডিয়ার ,এশিয়া কাপের প্রস্তুতির জন্য বাংলদেশ সিরিজকে দেখা হচ্ছে বলে ক্রিকেটমহল মনে করছে। উল্লেখ্য, এশিয়া কাপ শুরু হচ্ছে সেপ্টেম্বরে।
১৩ আগস্ট বাংলাদেশ পৌঁছনোর কথা ভারতীয় দলের। ১৭ আগস্ট মিরপুরে শুরু হওয়ার কথা একদিনের সিরিজের। , ১৭, ২০ ও ২৩ অগস্ট ভারতের বিরুদ্ধে বাংলাদেশ তিনটে একদিনের ম্যাচ আছে।।। ২৬, ২৯ ও ৩১ তারিখ তিনটে টি-টোয়েন্টি ম্যাচ আছে। বর্তমানে ভারত বাংলাদেশের যা সম্পর্ক তাতে আদৌও ভারতীয় দল পদ্মা পাড়ে খেলতে যাবে কিনা সেটা নিয়ে অনিশ্চয়তা রয়েছে এর ফলে সিরিজ হওয়া নিয়েও একটা দোলাচল তৈরি হয়েছে।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড ধারণা পেয়েছেন যে নির্ধারিত সূচি মেনে সিরিজ হয়তো হবে না। অর্থাৎ, এখনই ভারত সরকার দলকে সে দেশে পাঠানোর অনুমতি নাও দিতে পারে। কিন্তু ভারত খেলতে না গেলে বাংলাদেশ বোর্ডের অনেক ক্ষতি হবে। তাই যে ভাবে হোক সিরিজ করাতে চাইছে তারা। সেই কারণেই বিকল্প ভাবনা ভাবছে বাংলাদেশ বোর্ড।
বিসিবি প্রেসিডেন্টের আমিনুল ইসলাম বলেন, আমরা বিসিসিআইয়ের সঙ্গে কথা বলেছি। এখনও পর্যন্ত ইতিবাচক আলোচনা হয়েছে। সিরিজ নিয়ে আমরা আশাবাদী। তবে এখনও ভারত সরকারের ছাড়পত্র মেলেনি। পরের মাসেই সিরিজ রয়েছে। তবে ভারতের সরকার অনুমতি দিলে তবেই সিরিজ খেলা নিয়ে সিদ্ধান্ত নেবে বিসিসিআই।
একই সঙ্গে তিনি আরও বলেন, সিরিজ নিয়ে আলোচনা চলছে। যদি কোনও কারণে ভারত আগামী মাসে মাসে আসতে না পারে, তা হলে আমরা পরের উইন্ডোতে সিরিজ আয়োজন করব। আমরা আশা করছি সিরিজটি হবে।

