বঙ্গবার্তা ব্যুরো,
প্রায় নীরবেই রাজ্য বিজেপির ২০২৬ এর বিধানসভা ভোটের প্রস্তুতি শুরু হয়েছে। সেই প্রস্তুতিতে সংঘ পরিবারের ছাপ স্পষ্ট। সম্প্রতি সংঘ পরিবারের সমন্বয় বর্গের বৈঠক হয়। সেখানে উপস্থিত ছিলেন রাজ্য বিজেপির নেতারা। বৈঠক শেষে রাজ্য নেতারা আগামী ভোটের প্রস্তুতি শুরু করেছেন।
আনুষ্ঠানিক ভাবে ভোটের এখনও এক বছর বাকি । তবে প্রায় সব রাজনৈতিক দলই ভোটের জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছে। এ রাজ্যের বিরোধী দলের ধারণা মমতা বন্দ্যোপাধ্যায় হঠাৎই ভোট এগিয়ে আনার সিদ্ধান্ত নিতে পারেন। তাদের ধারণা এবারের বাজেটে মুখ্যমন্ত্রী লক্ষীর ভাণ্ডারের ভাতা বাড়ান নি। তবে যে কোনও সময় তিনি তা ঘোষণা করে ভোট এগিয়ে আনতে পারেন। সেই পরিস্থিতির জন্য তৈরি থাকতে চাইছে সব রাজনৈতিক দল। বিজেপিও সেই লক্ষ্যেই প্রস্তুতি শুরু করে দিয়েছে।
পশ্চিমবঙ্গে আগামী বিধানসভা ভোটে সঙ্ঘ পরিবার যথেষ্ঠ সক্রিয় ভাবে কাজ করছে। ইতিমধ্যে সঙ্ঘ প্রধান মোহন ভাগবত এ রাজ্যে সভা করে গিয়েছেন। বর্ধমানের সেই সভা থেকে তিনি হিন্দুত্বের বিষয় গুলিকেই সামনে এনেছিলেন। ভাগবতের সেই বক্তব্যের পর এটা নিশ্চিত যে আগামী ভোটেও বিজেপির প্রধান এজেন্ডা হবে হিন্দুত্ব।
বিজেপির ভোট প্রস্তুতিতে সংঘের প্রভাব বাড়ছে পশ্চিমবঙ্গে
