যুদ্ধ বিরতির মধ্যেই ইউক্রেনে রুশ ক্ষেপণাস্ত্র হামলা মৃত ২১

Published By Subrata Halder on 13 April 2025 at 09:04pm

বঙ্গবার্তা ব্যুরো,
ইউক্রেনে ফের বড়সড় ক্ষেপণাস্ত্র হামলা চালাল রাশিয়া। রবিবার সকালে ইউক্রেনের উত্তরাঞ্চলের শহর সুমির কেন্দ্রে রাশিয়ার একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় কমপক্ষে ২১ জন নিহত ও ৮৩ জন আহত হয়েছেন বলে ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে। এই হামলাকে চলতি বছরের অন্যতম ভয়াবহ হামলা হিসেবে আখ্যা দিয়ে প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি এর তীব্র নিন্দা জানিয়েছেন। পাশাপাশি মস্কোর বিরুদ্ধে আন্তর্জাতিক সম্প্রদায়কে কড়া পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আসলে শান্তি চাননা বলে এর আগে বারবার অভিযোগ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট। রববারের এই হামলার পর জেলেনস্কি লিখেছেন, শুধুমাত্র কাপুরুষেরাই নিরীহ মানুষের জীবন কেড়ে নেওয়ার কাজ এভাবে কাজ করতে পারে। ইউক্রেনের ‘সেন্টার ফর কাউন্টারিং ডিজইনফরমেশন এর প্রধান এবং নিরাপত্তা কর্তা আন্দ্রিই কোভালেঙ্কো এক্স, এ জানান, এই হামলাটি মার্কিন দূত স্টিভ উইটকফের মস্কো সফরের পরপরই হয়েছে। রাশিয়া তাদের তথাকথিত কূটনীতিকে গড়ে তুলছে সাধারণ মানুষের ওপর এই ধরনের হামলার মাধ্যমে।
রবিবারের হামলার পর প্রেসিডেন্ট জেলেনস্কি মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপকে রাশিয়ার বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।এদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় শনিবার জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ইউক্রেন রাশিয়ার পাঁচটি জ্বালানি পরিকাঠামোর ওপর হামলা চালিয়েছে, যা বিরতিচুক্তির লঙ্ঘন। গত মাসে ইউক্রেন ও রাশিয়া একে অপরের জ্বালানি পরিকাঠামোগুলোর ওপর হামলা বন্ধে সম্মত হয়েছিল, কিন্তু দুই পক্ষই একে অপরের বিরুদ্ধে এই চুক্তি ভাঙার অভিযোগ তুলেছে।

09:20