আফগানিস্তানে তালিবানদের সঙ্গে বন্ধুত্বের হাত রাশিয়ার

Russia Taliban relations Afghanistan

Upload By K. Halder at 18th March 2025, 11:39 AM

বঙ্গবার্তা ব্যুরো,
২০২১ সালে আমেরিকা আফগানিস্থান থেকে বাহিনী প্রত্যাহার করার পরেই ক্ষমতা দখল করে এই ইসলামিস্ট গোষ্ঠী। মস্কো সেই সময় থেকেই গোটা ব্যাপারটিকে মার্কিন ব্যর্থতা বলে অভিহিত করে তালিবানদের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার পথে হেঁটেছে রাশিয়া। এবার তালিবানদের সন্ত্রাসবাদী সংগঠন হিসেবে চিহ্নিত করা বাতিল করল রাশিয়ার সুপ্রিম কোর্ট। এই মুহূর্তে রাশিয়া তালিবান শাসকদের একটি সম্ভাব্য অর্থনৈতিক অংশীদার এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধে বন্ধু হিসেবেই দেখছে।


গত দু- দশকে তালেবানের প্রতি মস্কোর মনোভাব আমূল বদলেছে। ২০২২ ও ২০২৪ সালে সেন্ট পিটার্সবার্গে রাশিয়ার প্রধান অর্থনৈতিক ফোরামে তালিবান প্রতিনিধিদল অংশ নিয়েছিল, এবং গত অক্টোবরে তালিবানের শীর্ষ কূটনীতিক মস্কোতে রাশিয়ার বিদেশমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে দেখা করেছিলেন। ২০২৪ সালের জুলাই মাসে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তালিবানকে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ের বন্ধু বলে অভিহিত করেন।


তালিবান শীর্ষ নেতারা রাশিয়ায় বেশ কয়েকটি সফরের পর গত মাসেই রাশিয়ার প্রধান প্রসিকিউটর আদালতকে তালিবানদের সন্ত্রাসী তকমা প্রত্যাহারের অনুরোধ করেছিলেন।তবে রাশিয়ার শীর্ষ আদালতের এই তকমা স্থগিত করার সিদ্ধান্ত তালিবান কর্তৃপক্ষকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়া নয়। তবে এই পদক্ষেপ উচ্চপর্যায়ের বৈঠকে তালিবান প্রতিনিধিদের সঙ্গে রুশ কর্তাদের দেখা করতে বিব্রতকর পরিস্থিতি এড়াতে সাহায্য করবে বলে মনে করা হচ্ছে।

17:08