বঙ্গবার্তা ব্যুরো,
ছবি- সোশ্যাল মিডিয়া স্ক্রিনশট
রাশিয়ার নৌবাহিনীর উপ প্রধান মেজর জেনারেল মিখাইল ইয়েভগেনিয়েভিচ গুদকভ কুরস্ক অঞ্চলে এক অভিযানের সময় নিহত হয়েছেন। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় সূত্রে রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আরআইএ এই তথ্য জানিয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, মেজর জেনারেল গুদকভ রাশিয়ার পশ্চিম সীমান্তে যুদ্ধ সংক্রান্ত একটি অপারেশনের সময় প্রাণ হারান। তবে ঠিক কী ধরনের সংঘর্ষে তিনি নিহত হয়েছেন, তা বিস্তারিতভাবে জানানো হয়নি।
কুরস্ক অঞ্চলটি ইউক্রেন সীমান্তবর্তী এবং ২০২২ সাল থেকে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এই অঞ্চলটি বিভিন্ন ধরনের হামলার সম্মুখীন হয়ে এসেছে, যার মধ্যে রয়েছে ড্রোন হামলা, গোলাবর্ষণ এবং নাশকতা।
ঘটনার পরিপ্রেক্ষিতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ফোনে কথা বলেন জানিয়েছে ক্রেমলিন প্রেস সার্ভিস।
পুতিন ম্যাক্রোঁকে বলেন, ইউক্রেন সংকট মূলত পশ্চিমী দেশগুলির নীতির সরাসরি ফলাফল, যারা বহু বছর ধরে রাশিয়ার নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগ গুলিকে উপেক্ষা করেছে এবং ইউক্রেনকে একটি বিরোধী ঘাঁটিতে রূপান্তরিত করেছে।
পুতিন বলেন, যেকোনো শান্তি চুক্তি হতে হবে দীর্ঘমেয়াদি ও ইউক্রেন সংকটের মূল কারণগুলোকে সমাধান করে এবং বর্তমান ভূখণ্ডগত বাস্তবতাকে স্বীকার করে নিতে হবে।
দুই নেতা ইরান ইজরায়েল উত্তেজনা নিয়েও কথা বলেন এবং কূটনৈতিক সমাধানের পক্ষে মত দেন। ভবিষ্যতেও যোগাযোগ বজায় রেখে এবং সমন্বিত অবস্থান নেওয়ার সম্ভাবনা নিয়ে আলোচনা চালিয়ে যাওয়ার বিষয়ে সম্মত হন দুই রাষ্ট্র নেতা।