বঙ্গবার্তা ব্যুরো,
সোমবার নেতাজী ইনডোর স্টেডিয়ামে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের আগে রবিবার শহীদ মিনারে প্রতিবাদ অবস্থানে বসছে চাকরি হারা শিক্ষক ও শিক্ষা কর্মীরা। তাদের তরফে জানানো হয়েছে সোমবারের বৈঠকে তারা অযোগ্য বা আদালত যাদের টেন্টেড বলে উল্লেখ করেছেন তাদের ঢুকতে দেবেন না যোগ্য বা আনটেন্টেড চাকরি হারানোরা।
যোগ্য বঞ্চিতদের অভিযোগ, মুখ্য মন্ত্রী আদালতের নির্দেশ কে ঘুলিয়ে দিয়ে সকলকে বঞ্চিত তকমা দিতে চাইছেন।
সরকার প্রথম থেকে অযোগ্যদের আড়াল করে এসেছে, তার ফল ভুগছেন যোগ্যরা।কারণ সুপ্রিম কোর্ট তার রায়ে কেনো গোটা নিয়োগ প্রক্রিয়া বাতিল করতে হলো তার ব্যাখ্যা দিয়েছেন।বাস্তব হলো, এটা সিস্টেমেটিক অনিয়ম বা দুর্নীতি। সুপ্রিমকোর্ট গোটা নিয়োগ প্রক্রিয়াতে দুর্নীতির প্রমাণ পেয়েছে। চাকরি হারা এক মহিলা শিক্ষিকার অভিযোগ, ২০২৬ এর আগে এই বিষয় টি কে ঝুলিয়ে রেখে ভোটের আগে দুর্নীতি ধামা চাপা দিতে চাইছে সরকার। তারা যখন জীবনের চরম অনিশ্চয়তায় পড়েছেন, আর তাদের হারাবার কিছু নেই।
তাই সোমবারের বৈঠকে অযোগ্য দের ঢোকা আটকাবেন। আর টা নিয়ে যদি অশান্তি হয়, তার দায় সরকার বা শাসক দলের। তবে আজকের বৈঠকে এই সিদ্ধান্ত চূড়ান্ত করে সাংবাদিক সম্মেলন ডাকা হয়েছে সন্ধ্যায়। পরিস্থিতি জটিল হতে চলেছে বলেই মনে করছেন শিক্ষা মহলের অনেকেই। তবে অযোগ্যদের কোনো সংগঠন বা কারো প্রতিক্রিয়া পাওয়া যায় নি।